ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

অফবিট

দাঁড়িয়ে থেকে মাসে আয় করছেন ৫ লাখ টাকা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
দাঁড়িয়ে থেকে মাসে আয় করছেন ৫ লাখ টাকা ফ্রেডি বেকিট, ছবি: সংগৃহীত

রেশন কিংবা টিকিটের লাইন- কোথাও লাইনে দাঁড়ানোর কথা শুনলেই যেন বিরক্তি চরমে ওঠে বেশির ভাগ মানুষের। কয়েক ঘণ্টা তো দূরে থাক, কয়েক মিনিট লাইনে দাঁড়াতেই যেন হাঁফিয়ে উঠি আমরা।

অথচ শুধু এই লাইনে দাঁড়িয়েই এক ব্যক্তি মাসে আয় করছেন লাখ লাখ টাকা। আর এটাই তার পেশা।

ব্রিটেনের ফুলহ্যামের বাসিন্দা ফ্রেডি বেকিট। পেশাদার ‘কিউয়ার’। যেসব ধনী এবং সম্ভ্রান্ত পরিবার কোনো কিছুর লাইনে দাঁড়াতে চান না, তাদের হয়েই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অর্থ উপার্জন করছেন ফ্রেডি। খেলার টিকিট হোক বা সিনেমা, থিয়েটার বা কোনো অনুষ্ঠান, ডাক পড়ে ফ্রেডির।

প্রতি ঘণ্টার জন্য ফ্রেডি পান ২০ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় দু’হাজার ৩৪০ টাকা। দিনে ১৬০ পাউন্ড (১৮ হাজার ৭২১ টাকা) আয় করেন তিনি। সে হিসেবে মাসে তার আয় ৫ লাখ ৬১ হাজার ৬৩০ টাকা।

ফ্রেডি জানিয়েছেন, সবচেয়ে বেশি তার ভাল লাগে কোনো জনপ্রিয় অনুষ্ঠানের টিকিটের জন্য সম্ভ্রান্ত পরিবারের জন্য লাইনে দাঁড়াতে। তাতে আয়ও বেশি হয় তার। তার গ্রাহকদের মধ্যে যেমন অল্পবয়সীরা রয়েছে, তেমন বয়স্ক মানুষও রয়েছেন। জমিয়ে দেওয়া ঠান্ডার মধ্যে ঠায় লাইনে দাঁড়িয়ে থাকতেও অসুবিধা হয়না তার।

তিনি জানান, শুধু একটু ধৈর্যের দরকার। আর সেটা একজন পেশাদার হিসেবে তার রয়েছে।

তবে ঘণ্টা প্রতি ২০ পাউন্ডের বেশি দাবি করেন না ফ্রেডি। কারণ তার কথায়, এই কাজের জন্য কোনো বিশেষ দক্ষতার প্রয়োজন হয় না। ফ্রেডির বন্ধু-বান্ধব এবং আত্মীয়রা তার এ কাজ নিয়ে রসিকতা করলেও তিনি এ কাজ করতে বেশ মজাই পান বলে জানিয়েছেন ফ্রেডি। গত তিন বছর ধরে এ কাজ করে যাচ্ছেন তিনি। তবে তার আরও একটা পরিচয় আছে। ফ্রেডি একজন ঐতিহাসিক উপন্যাস লেখক।

সূত্র: মিরর ইউকেইন্ডিয়া টাইমস

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।