ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অফবিট

ফুলের বদলে চিপস দিয়ে সাজানো হলো বরের গাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
ফুলের বদলে চিপস দিয়ে সাজানো হলো বরের গাড়ি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে জাহিদ হাসান নামে এক সৌদি প্রবাসী তার বিয়েতে বরযাত্রীর গাড়ি সাজিয়েছেন চিপসের প্যাকেট দিয়ে।  

সোমবার (১৪ নভেম্বর) রায়পুর নিউ মার্কেটের সামনে এমনই দৃশ্য স্থানীয়দের চোখে পড়ে।

ব্যতিক্রমী এ আয়োজনে পথচারীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। শিশুদের আনন্দ দিতে তার এ আয়োজন। গাড়িতে চিপসের প্যাকেটের পাশাপাশি গোলাপ ফুল, ঝালমুড়ি, মটরভাজা ও চকলেটের প্যাকেটও ছিল।  

বর জাহিদ হাসান বলেন, আমার বিয়েতে ব্যতিক্রম কিছু করার ইচ্ছা ছিল। ভাবলাম, ফুলের পরিবর্তে চিপস কিংবা চকলেট দিয়ে বরযাত্রীর গাড়ি সাজালে বাচ্চারাও আনন্দ পাবে।

জাহিদ রায়পুর উপজেলার মধ্য চরপাতা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। সৌদি আবর থেকে ছুটিতে এসে তিনি বিয়ে করেছেন।

কনে সানজিদা আক্তার উপজেলার হায়দরগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেনের মেয়ে। তিনি হায়দরগঞ্জ মডেল কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।