ঢাকা: রিও অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা শ্যামলী রায় লাল-সবুজদের মধ্যে সবার আগে ইভেন্ট শুরু করেছেন। তবে, র্যাংকিং রাউন্ডে সাদামাটা শুরু করেন বাংলাদেশের এই তিরন্দাজ শ্যামলী রায়।
দেশ ছাড়ার আগে নিজের সেরা স্কোর ছাপিয়ে যাওয়ার কথা জানিয়ে গেছেন শ্যামলী। তবে, ইভেন্টে নেমে সেই লক্ষ্য পূরণ করতে পারেনি তিনি।
২০১৫ সালে ব্যাংককে এশিয়ান চ্যাম্পিয়নশিপে গড়া ৬১৮ স্কোর গড়লেও এবারের অলিম্পিকে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের র্যাঙ্কিং রাউন্ডে ৭২০-এর মধ্যে ৬০০ স্কোর করেন শ্যামলী। ফলে, অংশগ্রহণকারী ৬৪ জনের মধ্যে তিনি ৫৩তম হন।
সেরা বত্রিশে ওঠার এলিমিনেশনস রাউন্ডে শ্যামলীকে লড়তে হবে ১২ তম হওয়া মেক্সিকোর গাব্রিয়েলা বায়ার্দোর বিপক্ষে।
৭২০-এর মধ্যে কোরিয়ার মিসুন চই ৬৬৯ স্কোর করে প্রথম হয়েছেন। উল্লেখ্য, র্যাংকিং রাউন্ডে কোনো প্রতিযোগীকে বাদ দেওয়া হয়না।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ০৬ আগস্ট ২০১৬
এমআরপি