ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

অলিম্পিক

রিও অলিম্পিকে বাংলাদেশের খেলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
রিও অলিম্পিকে বাংলাদেশের খেলা ছবি:সংগৃহীত

শুরু হয়ে গেছে ক্রীড়া বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অলিম্পিক। বরাবরের মতো এবারের রিও অলিম্পেকেও বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন দেশ সেরা অ্যাথলেটরা।

লাল-সবুজের হয়ে এবার সাত প্রতিযোগী ব্রাজিল মিশনে গেছেন।

এবারের আসরে বাংলাদেশের হয়ে একমাত্র খেলোয়াড় হিসেবে গলফার সিদ্দিকুর রহমান ওয়াইল্ড কার্ড ছাড়া খেলার সুযোগ পেয়েছেন। তাই এই ইভেন্টে সিদ্দিকুরের কাছে প্রত্যাশাও অনেক।

অলিম্পিকে বাংলাদেশের অন্যরা হলেন, দেশসেরা সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও সোনিয়া আক্তার টুম্পা। শ্যুটিংয়ে কমনওয়েলথ গেমসের রূপাজয়ী আবদুল্লাহ হেল বাকি আশার আলো দেখাচ্ছেন। আরচ্যারিতে রয়েছেন শ্যামলী রায়। আরও রয়েছেন দেশের দ্রুততম মানব-মানবী স্প্রিন্টার মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার।

বাংলাদেশের কার কবে খেলা:

৮ আগস্ট: আবদুল্লাহ হেল বাকি
শ্যুটিং: ১০ মিটার এয়ার রাইফেল বাছাই (সন্ধ্যা ৬টা)
১০ আগস্ট: শ্যামলী রায়
আরচ্যারি: রিকার্ভ বো বাছাই (রাত ১২-৩৯ মি.)
১১ আগস্ট: সিদ্দিকুর রহমান
গলফ: ব্যক্তিগত স্ট্রোক প্লে ১ম রাউন্ড (বিকেল ৪-৩০ মি.)
১১ আগস্ট: মাহফিজুর রহমান
সাঁতার: পুরুষ ৫০ মিটার ফ্রিস্টাইল হিট (রাত ১০টা থেকে ১০-২২ মি.)
১২ আগস্ট: সোনিয়া আক্তার
সাঁতার: মহিলা ৫০ মিটার ফ্রিস্টাইল হিট (রাত ১০টা থেকে ১০-৩৫ মি.)
১২ আগস্ট: শিরীন আক্তার
অ্যাথলেটিকস: মহিলা ১০০ মিটার হিট (রাত ৮-৫৫ মি. থেকে ৯-১০ মি.)
১৩ আগস্ট: মেজবাহ আহমেদ
অ্যাথলেটিকস: পুরুষ ১০০ মিটার হিট (সন্ধ্যা ৬-৩০ মি. থেকে ৬-৪০ মি.)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ