ঢাকা: রিও অলিম্পিকে বিশ্ব রেকর্ড গড়ে যুক্তরাজ্যকে প্রথম স্বর্ণ জেতালেন সাঁতারু অ্যাডাম পিটি। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সেরা হতে তিনি সময় নেন ৫৭.১৩ সেকেন্ড।
২১ বছর বয়সী পিটি এবারের অলিম্পিক শুরু ক’দিন আগেই আগের রেকর্ডটি গড়েছিলেন। সেবার তিনি ৫৭.৫৫ সেকেন্ড সময় নিয়ে সেরা হয়েছিলেন। তবে মজার কথা অলিম্পিক আসরে এবারই তার প্রথম অংশগ্রহন।
পুরুষদের ১০০ মিটারের এই ব্রেস্টস্ট্রোক সাঁতারে পিটি পেছনে ফেলেন দক্ষিণ আফ্রিকার ক্যামেরুন ভ্যান ডার বার্গকে। বার্গ ৫৮.৬৯ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। আর যুক্তরাষ্ট্রের কোডি মিলার ৫৮.৮৭ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ লাভ করেছেন।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ০৮ আগস্ট, ২০১৬
এমএমএস