ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অলিম্পিক

প্যারা অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়ানরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
প্যারা অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়ানরা

ঢাকা: অনেক ঝামেলা পার করে রিও অলিম্পিকের চলমান আসরে অংশ নিয়েছে রাশিয়ার অ্যাথলেটরা। তবে, আগামী মাস থেকে রিওতেই শুরু হতে যাওয়া প্যারা অলিম্পিকে রাশিয়ার কোনো অ্যাথলেটই অংশ নিতে পারবে না।

 

প্যারা অলিম্পিকে সাধারণত প্রতিবন্ধী অ্যাথলেটরা অংশ নিয়ে থাকেন।

 

ডোপ কেলেঙ্কারির ঘটনায় অলিম্পিকের ইভেন্ট থেকে প্রথমদিকে বাদ পড়ে রাশিয়ান অ্যাথলেটরা। তবে, অলিম্পিক কমিটির পুনর্বিবেচনায় পড়ে তাদের অংশ নেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়। কিন্তু, সেটিও নির্ধারিত কিছু অ্যাথলেটদের জন্য। ফলে, পূর্ণ টিম নিয়ে ব্রাজিল মিশনে নামতে পারছে না রাশিয়ানরা।

২৭১ জন্য অ্যাথলেট সুযোগ পেলেও ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি রাশিয়ান প্যারা অ্যাথলেটদের অংশ নিতে দিচ্ছে না।

আন্তর্জাতিক প্যারা অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট স্যার ফিলিপ ক্রাভেন জানান, ‘রাশিয়ার এ্যান্টি ডোপিং সিস্টেম পুরোপুরি ভঙ্গুর। সেখানে পদে পদে দুর্নীতিতে ছাপ রয়েছে। তারা ডোপিংয়ের মতো ন্যাক্কারজনক ঘটনার সাথে সরাসরি জড়িত। ফলে প্যারা অলিম্পিকে রাশিয়ার কোন অ্যাথলেট অংশ নিতে পারবে না। ’

আগামী ০৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্যারা অলিম্পিকের আসর। ব্রাজিলের মাটিতে যা চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ০৮ আগস্ট ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ