ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

অলিম্পিক

‘লৌহমানবী’ হোসসুর দ্বিতীয় স্বর্ণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
‘লৌহমানবী’ হোসসুর দ্বিতীয় স্বর্ণ কাতিনকা হোসসু-ছবি:সংগৃহীত

ঢাকা: রিও অলিম্পিকে দ্বিতীয় স্বর্ণ জয় করলেন হাঙ্গেরির কাতিনকা হোসসু। মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলের পর ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও সেরা হলেন তিনি।

স্বর্ণ জিততে তিনি পেছনে ফেলেন যুক্তরাষ্ট্রের ক্যাথলিন ব্যাকারকে।

ফাইনাল রাউন্ডে ৫৮.৪৫ সেকেন্ড সময় নিয়ে সেরার মুকুট পড়েন লৌহমানবী খ্যাত এ তারকা। রুপা জেতা ব্যাকারের সময় লাগে ৫৮.৭৫ সেকেন্ড। মাত্র দশমিক ০১ সেকেন্ড বেশি সময় নিয়ে যুগ্মভাবে ব্রোঞ্জ পান কানাডার কাইল মেস ও চীনের ফু ইউয়ানহুই। সেরা চার জনের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র দশমিক ৩১ সেকেন্ড।


এবারের রিও অলিম্পিকে ২০০ মিটার ব্যাকস্ট্রোক, বাটারফ্লাই ও মিডলেতেও অংশ নেবেন হোসসু। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫টি শিরোপা জিতলেও এর আগের তিনটি অলিম্পিক থেকে শূন্য হাতে ফিরেছিলেন। তবে ব্রাজিলে এসে গেমসের প্রথম দিন ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে বিশ্বরেকর্ড গড়েছিলেন ২৭ বছর বয়সী হোসসু।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ০৯ আগস্ট, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অলিম্পিক এর সর্বশেষ