ঢাকা: রিও অলিম্পিকের তৃতীয় দিন শেষে নিজেদের আধিপত্য ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। দিন শেষে মার্কিনিরা ১৯টি পদক নিয়ে শীর্ষে রয়েছে।
বরাবরের মতো এবারের অলিম্পিকেও মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। তবে পাশাপাশি দারুণ করছে অস্ট্রেলিয়া, ইতালি ও জাপানের মতো দেশগুলো।
শীর্ষ দশ দেশের মধ্যে অন্যরা হলো, হাঙ্গেরি, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও যুক্তরাজ্য।
নিচে শীর্ষ দশ দলের পদক তালিকা তুলে ধরা হলো:
অবস্থান দেশ সোনা রুপা ব্রোঞ্জ মোট
১ যুক্তরাষ্ট্র ৫ ৭ ৭ ১৯
২ চীন ৫ ৩ ৫ ১৩
৩ অস্ট্রেলিয়া ৪ ০ ৩ ৭
৪ ইতালি ৩ ৪ ২ ৯
৫ জাপান ৩ ০ ৭ ১০
৬ হাঙ্গেরি ৩ ০ ০ ৩
৭ রাশিয়া ২ ৫ ৩ ১০
৮ দ.কোরিয়া ২ ২ ১ ৫
৯ থাইল্যান্ড ২ ১ ১ ৪
১০ যুক্তরাজ্য ১ ১ ৩ ৪
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ০৯ আগস্ট, ২০১৬
এমএমএস