ঢাকা: রিও অলিম্পিকে তৃতীয় স্বর্ণ পেয়ে গেলেন কাতিনকা হোসসু। চতুর্থ দিনে ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে গোল্ড মেডেল নিশ্চিত করেন হাঙ্গেরির ‘লৌহমানবী’।
২ মিনিট ৬ দশমিক ৮৮ সেকেন্ড সময় নিয়ে রুপা জেতে যুক্তরাজ্যের সিভন-ম্যারি ওকনর। ব্রোঞ্জ পদক পান যুক্তরাষ্ট্রের মায়া ডির্যাডো।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫টি শিরোপা জেতা হোসসুর সামনে এবার ২০০ মিটার ব্যাকস্ট্রোক (সাঁতার)। স্বর্ণ জিতলে ছুঁয়ে ফেলবেন এক আসরে চারটি ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জয়ী একমাত্র নারী সাঁতারু জার্মানির ক্রিস্টিন অটোকের রেকর্ড।
এবারের আসরে এরই মধ্যে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে ও ১০০ মিটার ব্যাকট্রোকে স্বর্ণ জিতেছেন হোসসু।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
এমআরএম