ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩১, ০১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউল আউয়াল ১৪৪৬

মুক্তমত

ভিসি আরেফিন সিদ্দিক ও একটি অধিকার আন্দোলন

আব্দুল আলীম ধ্রুব, অতিথি লেখক ও ঢাবি শিক্ষার্থী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২
ভিসি আরেফিন সিদ্দিক ও একটি অধিকার আন্দোলন

একটা কথা না বলে পারছি না আর। কথাটা ইচ্ছে করলে আরো কয়েকদিন পরেও বলতে পারতাম।

কিন্তু আমার মনে হয় এখন বলে ফেলাই ভালো। কারণ, পরে আর এতো ছোট বিষয় নিয়ে কথা বলার সময় হবে না আমার। কয়েকদিন পরে আমি অনেক বিস্তারিত বলবো আরো। পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাবলিকের টাকায় পড়ি। পাবলিকের প্রতি আমার দায়বদ্ধতা কিছুটা হলেও যেন শোধ হয়- অন্তত চেষ্টা করতে দোষ কি।  

আন্দোলন নিয়ে কথা। সম্প্রতি আপনারা নিশ্চই দেখছেন বা শুনেছেন যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য একটা গণতান্ত্রিক আন্দোলনে মাঠে নেমেছে। ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন করে তারা অন্তত তাদের পক্ষ থেকে কথা বলার অধিকার চাইছে। একদিন দুপুরে সংবাদ সম্মেলনের পর টিভি রেডিওগুলো ফলাও করে তা প্রচারও করেছে। কিন্তু সন্ধ্যা হতেই প্রিন্ট মিডিয়ায় তা ব্ল্যাক আউট প্রক্রিয়া শুরু হলো এবং পরের দিন তা হারিয়ে গেল অথবা সংকুচিত হলো।
 
ব্যাস ভালোই হলো! এটা হতেই পারে । নতুন নতুন গুরুত্বপূর্ণ সংবাদ হাতে এলে পুরাতন সংবাদ গুরুত্ব হারাবে এটাই স্বাভাবিক। যাই হোক, পরের বার আবার যখন অপরাজেয় বাংলায় একটা সমাবেশ করা হলো তখন দেখা গেল মিডিয়া নেই। এবার টিভি মিডিয়াও আর নেই। সাধারণ শিক্ষার্থীরা মোটেও অবাক হয়নি কিন্তু। কারণ, তারা প্রথম দিনের আন্দোলনের পরেই বুঝতে পেরেছিল- ‘তাহাদের (অতি বিশিষ্ট ব্যক্তিদের নিজেদের আভ্যন্তরীণ স্বার্থিক সম্পর্কের) সম্পর্কের চাপের কাছে এই গণদাবির সংবাদটি সংবাদমূল্য হারাইয়া ফেলিবে’। যাই হোক গণমাধ্যমের সাথে ‘গণমানুষ’ এবং ‘গণমাধ্যম ব্যক্তিত্বদের’ একটা বিকট, প্রকট ও উৎকট আঠালো সম্পর্ক বিদ্যমান।

আমি গণযোগাযোগের ছাত্র, তাই নৈকট্যকেই প্রধানতম উপাদান ধরে সে প্রসঙ্গটিই টানতে হয় সবার আগে। আর আমাদের সবচেয়ে নিকট ‘গণমাধ্যম ব্যক্তিত্বটি’ কে? উত্তর ঢাকাতে একটা প্রাচীন বিশ্ববিদ্যালয় (!) আছে, আর সেটাতে একজন মনোনীত (!) উপাচার্যও আছেন। দার্শনিক ও সাহিত্যিক আহমদ ছফার ভাষায় বলতে গেলে ব্যাপারটি অনেক চাঁছাছোলা হয়ে যায়, তাই আজ একটু মোলায়েম সুরেই বলি। ঢাবি’র এই উপাচার্য হলেন দেশের অন্যতম গণযোগাযোগবিদ (!), আশ্চর্যবোধক চিহ্নটি এ কারণে যে তিনি তথ্য নেন এবং দেন তার বলয়ের হাতে গোনা মাত্র কয়েকজন সিনিয়র  সাংবাদিক-বলয়ের মাধ্যমে। তারপর সেই সাংবাদিকরাই! (আবারও আশ্চর্যবোধক এ কারণে যে তাদের চর্চাটি সাংবাদিকতার পর্যায়ে পড়ে না) সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করেন- কোনো সংবাদটি ছড়িয়ে দিয়ে প্রোপাগান্ডা সৃষ্টি করতে হবে ভিসি স্যারের ইচ্ছা পূরণের জন্য, অথবা কোন সংবাদটি সবাই মিলে একসঙ্গে গুম করে দিতে হবে। কিসে ভিসির মঙ্গল হবে বা অমঙ্গল হবে তাতে ভিসির চাইতে তাদের চিন্তাই অনেক বেশি! অবশ্য এজন্য তারা যে কখনো দু’এক দানা চিনি পান না ভাগে- তাতো বলা যায় না! না হলে বড় সাংবাদিকরা ও অন্য পেশার বহিরাগতরাও সারাদিনের কর্মব্যস্ততার মাঝেও নিয়মিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে মানুষকে ডেকে ডেকে জনসংযোগে নামেন কেন! নিঃসন্দেহে `ডালমে কুছ কালা হ্যায়`...

আমি নিজে যেমন জানি যে, বিশ্ববিদ্যালয়ে যেকোনো নিয়োগের সময় হলেই এই সাংঘাতিকরা ভিসির বাড়িতে গতায়াত বাড়িয়ে দেন মধ্যরাতে। সম্প্রতি এমন কাজের বাস্তবায়নও চোখের সামনেই দেখা গেছে। ভিসি স্যারও তো না চাইতেই অনেক উপকার পান তাদের কাছে। এই এখন যেমন শিক্ষার্থীদের আন্দোলন গুঁড়িয়ে দেয়ার জন্য গণযোগাযোগের মাধ্যমে তারা সাজানো প্রপাগান্ডা ছড়ানোর জন্য উঠে পড়ে লেগেছেন। তাই তিনিও নিরাশ করেন না তাদেরকে। এই সম্পর্কগুলো অবশ্য সময়ের বিবিধ চক্রে ভিসি মহোদয় উপহার হিসেবে পেয়ে গেছেন। মিডিয়ার অর্ধেক মানুষ তার সরাসরি ছাত্র তো হবেই এবং শিক্ষক হিসেবে ওই বিভাগের মধ্যে সেরা শিক্ষক ছিলেন তিনি, এ বিষয়ে সন্দেহ নেই। ক্লাসরুমে তার পাঠদান পদ্ধতি ও ব্যবহার অনন্যসাধারণ। তাই ছাত্রদের মনে তার সম্পর্কে একটা শ্রদ্ধাবনত জায়গা সঙ্গত কারণেই থাকাটা খুব স্বাভাবিক। সেটা আমারও আছে। এখনো সাংবাদিকতা বিভাগে আমার সবচেয়ে প্রিয় শিক্ষক তিনি । তবে উপাচার্য ব্যক্তিটি না। আমার মনে হয়, ওনার ভিতর থেকে সেই শিক্ষকসত্তাটি হারিয়ে যাচ্ছে- এখন উনি প্রশাসক বা অপশাসক টাইপের কিছু একটা হয়ে যাচ্ছেন।  

তবে ছাত্রদের এই শ্রদ্ধাকে কাজে লাগিয়ে এবং সাংবাদিকদের অনুকম্পার উপর ভর করে ঢাবি ভিসি যে এখন বাংলাদেশের মিডিয়াগুলোর পলিসি লেভেলে অদৃশ্যভাবে কলকাঠি নাড়ছেন- ক্ষমতার উত্তাপে তা হয়তো মনে করার মতো সময়ও এখন তার হাতে নেই। অবশ্য জ্ঞানের সর্বোচ্চ বীর ‘উপাচার্য’ শব্দটি নিয়ে ব্যক্তিগতভাবে আমার একটু আপত্তি আছে বৈকি। এইসব ক্ষমতার তাবেদারি করা লোকদেরকে রাজনৈতিকভাবে মনোনয়ন দেয়ার পর তাদের পদবিতেও পরিবর্তন আনা দরকার বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি।

তাদেরকে শিক্ষাঙ্গণের ‘নব্য এরশাদ’ বলা যেতে পারে। নাহ এরশাদের সঙ্গে তাদের মিলটা শুধু স্বৈরাচারী দিকটাতে। অন্য কোথাও খুব বেশি মিল নেই। এরশাদ তো তারপরেও একটা নির্বাচন দিয়েছিলেন! বা দিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এই নব্য স্বৈরাচার ‘মনোনীত উপাচার্যরা’ সিনেটে, সিন্ডিকেটে বারবার দাবি ওঠা সত্ত্বে গণতান্ত্রিক রাস্তায় হাঁটতে খুবই কুণ্ঠাবোধ করে। পাছে ক্ষমতা হাতছাড়া হয়ে যায়- এই ভয়ে। আর সরকারও এদের নিয়োগ দিয়ে নিশ্চিন্তে সংসদে বসে বক্তব্য দিয়ে দায় সেরে ফেলছে। কথাটি বলার কারণ হলো, সংসদে শিক্ষামন্ত্রী বলেছেন- বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের উদ্যোগ নিলে মন্ত্রণালয় সাহায্য করবে।

মন্ত্রী সাহেব নিশ্চই জানেন যে, বিশ্ববিদ্যালয় এই উদ্যোগ নেবে না। কারণ, এই উদ্যোগ নিতে গেলে- ওই মনোনীত সর্বোচ্চ ব্যক্তিটিকেও যে ‘উপাচার্য নির্বাচন’ দিয়ে নিজেকে প্রমাণ করে আসতে হবে! কে চায় পাতের গুড় ফেলে দিয়ে শুকনো মুড়ি চিবোতে!!

যাই হোক আমরা না হয় গুড়-মুড়ি খাওয়ার হিসেবটা পরে করব। আগে অন্তত পানি খেয়ে বাঁচতে দিন আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদেরকে। এসব নিয়ে বিস্তারিত লিখব, একটু সবুর করুন সবাই। আমার বিভাগের চার বছরের শিক্ষা জীবনে অন্তত এই বিষয়টি শিখেছি যে- তথ্য প্রকাশ করতে হবে। এসব নিয়ে এতো অল্পতে হবে না। পয়েন্ট টু পয়েন্ট বিস্তারিত আসতে হবে। পাবলিকের টাকায় উচ্চশিক্ষা নিচ্ছি সুতরাং তাদের কাছেও আমার দায়বদ্ধতা আছে- একজন সচেতন শিক্ষার্থী হিসেবে।

আসল কথায় আসি তাহলে। এর আগেও একটা আন্দোলনে ‘অপরাজেয় বাংলাতে’ সমবেত হয়েছিলাম আমরা অনেকে। সেটা ছিল ফেসবুক বন্ধ করার প্রতিবাদে। সেই ব্যাপারে বলছি।

একটি সাজানো আন্দোলন!

ফেসবুক বন্ধ হয়ে যাবার পর এক সিনিয়র সাংবাদিক বড় ভাই ফোন দিলেন। বললেন যে, ফেসবুক বন্ধ করেছে সরকার। সুতরাং আন্দোলন করতে হবে। রাতের বেলায় দ্রুত আমাদেরকে ডাকা হলো । হল থেকে বের হলাম। তারপর তো আক্কেলগুডুম!
এবার শুনি- আগে নাকি ভিসির কাছে অনুমতি নিতে হবে! জানতে চেয়েছিলাম যে, ‘অনুমতির কি কোন দরকার আছে?’ পরে আমাকে বলা হলো-‘অনুমতি না, আমরা আগে ভিসি স্যারকে আমাদের অভিযোগের কথা জানাবো’। যাই হোক, খুব দ্রুত সময়ের মধ্যে কিছু ভাই-ব্রাদার জোগাড় করে ভিসির সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া হলো সেই সাংবাদিকের নেতৃত্বে। তারপর ভিসি সাহেবের অনুমতি নিয়ে রাত বারোটার দিকে ১০-১২ জন মিলে টিএসসিতে গিয়ে ভাষণ দেয়াও হলো।

পরের দিন পত্রিকায় সংবাদ চলে এলো। সেদিন দিনে আবার মানববন্ধন হলো অপরাজেয় বাংলায়। ব্যাপক মিডিয়া কাভারেজ। ধুন্ধুমার অবস্থা।
 
যাই হোক, ফেসবুক বন্ধের সিদ্ধান্তটা অবাধ তথ্যপ্রবাহের এই সময়ে একটা আদিম সিদ্ধান্তের মতোই হয়ে গিয়েছিল। মানুষের মনে ক্ষোভও জমেছিল। কিন্তু আন্দোলনটা ছিল কৃত্রিম। মালিকপক্ষের অনুমতি নিয়ে দাসদের বিদ্রোহ করার মতোই একটা সাজানো নাটক মাত্র। মিডিয়ার আগ্রহ ছিল কারণ- দেশের মুক্তমনা মানুষদের কাছে ও বহির্বিশ্বে তারা প্রগতির ঝাণ্ডা ওড়ানোর সুযোগ পেয়েছিল বলে। ভিসি সাহেবের সম্মতি ছিল, কারণ- তিনি জানতেন যে ফেসবুককে আবার সবার জন্যে উন্মুক্ত করে দেওয়া হবে। আর ইস্যুটি ছিল বেশ সেনসিটিভ। নিজের অনুগত লোকদের দিয়ে আন্দোলন করালে তাহলে আন্দোলনের উপর নিয়ন্ত্রণ থাকবে, অন্যথা যদি ফেসবুকে আসক্ত তরুণ প্রজন্ম ফেসবুক ব্যবহারের দাবিতে স্বত:স্ফূর্তভাবে আন্দোলনে মাঠে নামত- তাহলে হয়তো কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতো ঘটনাও ঘটতে পারে। একটা ব্যাপার পরিষ্কার করি, প্রথমদিন ঘটনার আকস্মিকতায় আমিও দাঁড়িয়েছিলাম টিএসসিতে এবং কথাও বলেছি দু’মিনিট। কিন্তু পরের দিন কিন্তু আর সাজানো আন্দোলনের ওই ‘অপরাজেয়বাংলার মানববন্ধনে’ দাঁড়াইনি আর। তবে উপস্থিত ছিলাম সাংবাদিক হিসেবে।

মজার ব্যাপার হলো, সাজানো আন্দোলন হোক আর যাই হোক- এইযে নৈতিকভাবে দুর্বল আর সুযোগসন্ধানীরা, যারা অনেকদিন ধরে সাংবাদিকতা করে করে মাথা এবং হাত দুটোই পাকিয়েছে, যারা সিন্ডিকেট করে সংবাদ প্রবাহকে নিয়ন্ত্রণ করে, তাদের অনুমতি বা সমর্থন নিয়ে যদি আপনি একটা আন্দোলন শুরু করেন- তাহলে কিন্তু মিডিয়া কাভারেজ এর অভাব হয় না বিন্দুমাত্র।

আর অধিকারের জন্য সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন!

কিন্তু বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা যখন নিজেদের অধিকার আন্দোলনে সম্পূর্ণ সততা নিয়ে মাঠে নামে, তখন প্রশাসন বলে- এরা বিরোধীদলের লোক, আর বিরোধীদল বলে- এটা প্রশাসনের সাজানো, আর মিডিয়ার জগতে যারা প্রশাসনের তাবেদারি করে ও অনুগ্রহপুষ্ট থাকে-তারা মিডিয়াতে নেতিবাচক প্রোপাগান্ডা ছড়িয়ে দেয়, তখন তারা বলে- এটা হলো বিচ্ছিন্ন তরুণদের বিক্ষুব্ধ আচরণ!! অধিকার চাওয়ার স্বত:স্ফূর্ত আন্দোলনকে তখন ‘বিক্ষুব্ধ আচরণ’ বলা হয় । কারণ- এটা স্বত:স্ফূর্ত আন্দোলন, এই আন্দোলন শুরু করার আগে প্রশাসনের অনুমতি নেওয়া হয় নাই, ক্ষমতাবানদেরকে কদমবুচি করে মাঠে নামা হয় নাই!!

... আরে বাবা, সচেতন বাঙালি! আধুনিক শিক্ষায় শিক্ষিত বাঙালি! এই জিনিসটা আপনারা কি বোঝেন না যে- পাকিস্তানিদের অনুমতি নিয়ে স্বাধীনতা আন্দোলনে নামলে- স্বাধীনতা তো দূরে থাক, স্বায়ত্বশাসনও পাওয়া যেত না। তবে হয়তো সরকার আমাদেরকে মিডিয়া কাভারেজ দিয়ে একটা সান্ত্বনা দিয়ে দিত। কিন্তু জাতির ভাগে শুধু জুটতো স্যাকারিনের মতো সান্ত্বনা। আজও স্বাধীন বাংলার বাতাস খাওয়া সম্ভব হতো না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া এই ‘ডাকসু চালুর’ আন্দোলনটা এজন্যই সাধুবাদ পেতে পারে যে- কারো আশীর্বাদ নিয়ে তারা মাঠে নামেনি। তাদের দমানোর জন্য প্রশাসন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। মিডিয়া দূরে থেকে সব দেখছে।

জয় হোক এই সাধারণ শিক্ষার্থীদের। জয় হোক অধিকারের জন্য সততা নিয়ে মাঠে নামা এই সচেতন শিক্ষার্থীদের। ছাত্র সংসদ আবার ফিরে আসুক সাধারণ শিক্ষার্থীদের হাত ধরেই। বাতাসে হারিয়ে যাক বিশ বছর ধরে চলতে থাকা লেজুড়বৃত্তির গোলামী রাজনীতির।

জাতি ব্যবসায়ী আর জ্ঞানপাপী বুদ্ধিজীবীদের বিষাক্ত গ্রাস থেকে মুক্তি পাক। টেন্ডারবাজি-খুন-ধর্ষণের রাজনীতি থেকে বের হয়ে সমাজসেবামূলক কাজে ফিরে আসুক দেশের ভবিষ্যৎ প্রজন্ম। জাতি আবার তার হারানো ঐতিহ্য ফিরে পাক। দেশের মানুষ আবার ছাত্র সমাজ নিয়ে গর্ববোধ করুক। শুভ কামনা ‘শিক্ষার্থী অধিকার মঞ্চ’। জয় হোক নৈতিকতার, জয় হোক তারুণ্যের এই শুভ উদ্যোগের।

পুনশ্চ: আমি কিন্তু অধিকার আন্দোলন নিয়ে আরো লিখবো। চোখ রাখুন অনলাইনে।

বাংলাদেশ সময় : ১১২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২

সম্পাদনা: মাহমুদ মেনন, হেড অব নিউজ;

জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।