ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অন্যান্য দল

হরতাল প্রত্যাহার করে নিয়েছে জামায়াত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
হরতাল প্রত্যাহার করে নিয়েছে জামায়াত

ঢাকা: সংবিধানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে অন্তর্ভুক্তির বিধান নিয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ রায়ের ফলে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম বৈধ ও বহাল থাকায় হরতাল প্রত্যাহার করে নিয়েছে জামায়াত।



দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বিবৃতিতে হরতাল প্রত্যাহার করার ঘোষণা দেন।

সোমবার (২৮ মার্চ) হরতাল চলাকালে বিকেলে এ প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। জামায়াতের অফিসিয়াল ওয়েবসাইটেও বিবৃতিটি প্রকাশ করা হয়েছে।

রোববার (২৭ মার্চ) বিবৃতি দিয়ে সোমবার পূর্ণদিবস হরতাল আহ্বান করেন ডা. শফিকুর রহমান।
 
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
এসআই/এএসআর

** জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ