ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

ব্যবসায়ীদের খুশি করতেই গ্যাস-বিদ্যুতের দাম বাড়ে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
ব্যবসায়ীদের খুশি করতেই গ্যাস-বিদ্যুতের দাম বাড়ে

ঢাকা: ব্যবসায়ীদের খুশি করতেই সরকার গ্যাস, বিদ্যুতের দাম বাড়িয়েছে বলে দাবি বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী)।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ দাবি জানানো হয়।



বাসদের সদস্য সাইফুজ্জামান শাকন বলেন, সরকার ইচ্ছেমতো গ্যাস-বিদ্যুতের দাম বাড়াচ্ছে। এতে জনগণ বিপাকে পড়ছে। সরকারি উচ্চপদস্থ কিছু কর্মকর্তা তাদের অসাধু উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ব্যবসায়ীদের স্বার্থে গ্যাস বিদ্যুতের দাম বাড়াচ্ছেন। কিন্তু জনগণ এসব অনিয়ম মেনে নেবে না।

সদস্য মানস নন্দী বলেন, আমি প্রথমেই প্রশ্ন তুলতে চাই সরকার কি ইচ্ছা করলেই তেল গ্যাসের দাম বাড়াতে পারে? পারে না। এসব ক্ষেত্রে জনগণের মতামত নিতে হয়। কিন্তু আমাদের দেশের সরকার তেল গ্যাসের মূল্য বৃদ্ধির সময় জনগণের সঙ্গে কোনো আলোচনা করে না। তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেয়। জনগণ আর এসব মেনে নেবে না, প্রতিবাদ করবে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
ইউএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ