ঢাকা: এক অংশকে ‘মশাল’ প্রতীক দেওয়ায় নির্বাচন কমিশনকে (ইসি) উকিল নোটিশ পাঠিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদের) অন্য অংশ। একই সঙ্গে এই সিদ্ধান্ত সময়োপযোগী নয় উল্লেখ করে তা বাতিলেরও দাবি জানিয়েছেন দলটির বিদ্রোহী অংশটির নেতারা।
রোববার (২৪ এপ্রিল) জাসদের বিদ্রোহী কমিটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মইনুদ্দীন খান বাদল ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এ নোটিশ পাঠান।
জাসদের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও সচিবের কাছে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক।
এর আগে জাসদের নতুন কমিটি নিয়ে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে মতভেদ দেখা দেয়। এক পর্যায়ে জাসদের নির্বাচনী প্রতীক ‘মশাল’ নিয়েও তাদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়।
পরে ‘মশালে’র ফয়সালা করতে নির্বাচন কমিশনে যান দলটির নেতারা।
এ সময় নিজেকে সভাপতি দাবি করে ইসিতে যান জাসদ নেতা নুরুল আম্বিয়া ও মাঈনুদ্দিন খান বাদল এবং নাজমুল হক প্রধান।
তবে শুনানি শেষে ‘মশালে’র মালিক ইনু ও শিরিন বলেই ঘোষণা দেয় ইসি।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এমএ/