ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অন্যান্য দল

হরতালের প্রভাব নেই সিলেটে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, মে ৮, ২০১৬
হরতালের প্রভাব নেই সিলেটে ছবি: প্রতীকী

সিলেট: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল রাখার প্রতিবাদে দলটির ডাকা হরতালের প্রভাব লক্ষ্য করা যায়নি সিলেটে। ঢিলেঢালাভাবে শুরু হয়েছে জামায়াতের ডাকা হরতাল।

 

রোববার (০৮ মে) সকাল থেকে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই হরতাল চলছে।

এর আগে, বৃহস্পতিবার (০৫ মে) এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান রোববার (০৮ মে) সকাল ৬টা থেকে সোমবার (০৯ মে) সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতালের কর্মসূচি ঘোষণা করেন।

হরতালের শুরুতে নগরীর বিভিন্ন সড়কে হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে।

সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার আব্দুর রাজ্জাক জানান, সিলেট থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন। স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল।

এদিকে, হরতালে যে কোনো ধরণের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। হরতালে দিনের শুরু থেকে নাশকতা প্রতিরোধে নগরীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, হরতালে নাশকতার চেষ্টা করলে তাৎক্ষণিক তা প্রতিরোধে প্রস্তুত রয়েছে পুলিশ। এখন পর্যন্ত কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতাল চলাকালে অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ওষুধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়িকে হরতালের আওতামুক্ত রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, মে ০৮, ২০১৬
এনইউ/ওএইচ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ