ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

অন্যান্য দল

রাজশাহীতে জামায়াত আমিরসহ আটক ৫৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৫, মে ১১, ২০১৬
রাজশাহীতে জামায়াত আমিরসহ আটক ৫৯

রাজশাহী: বিভিন্ন অপরাধে রাজশাহী মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির আবুল হাশেমসহ ৫৯ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ মে) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার ইফতে খায়ের আল বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার (১০ মে) রাতে মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির আবুল হাশেমকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ। তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে, রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে বুধবার (১১ মে) দুপুরে ৫৮ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে ৩১ জন ওয়ারেন্টভুক্ত আসামি, চারজন মাদক ব্যবসায়ী, ২৩ জন অন্য মামলার আসামি ও মাদকসেবী রয়েছে।
 
রাজশাহী মহানগরীর চার থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মে ১১, ২০১৬
এসএস/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ