ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

অন্যান্য দল

চুয়াডাঙ্গায় জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, জুলাই ২৯, ২০১৬
চুয়াডাঙ্গায় জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী গ্রেফতার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতদের অন্যতম হলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত লন্ডনে পলাতক আশরাফুজ্জামান খানের ভাই আনোয়ারুজ্জামান খান।

তাকে ভোরে দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগ ও মাগুরা আদালতে একটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেফতারকৃত অন্যরা হলেন, খোকন শেখ, আকছেদ আলী, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, আবর উদ্দিন, নজরুল ইসলাম, খোদাবক্স, সলেমান হোসেন ও ময়েন মন্ডল।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতরা সবাই জামায়াত-শিবিরের সক্রিয় সদস্য।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্ট‍া, জুলাই ২৯, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ