ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

অন্যান্য দল

মিঠাপুকুরে শিবিরকর্মী গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৭, সেপ্টেম্বর ৩, ২০১৬
 মিঠাপুকুরে শিবিরকর্মী গ্রেফতার

রংপুর: রংপুরের মিঠাপুকুরে শাহিন মিয়া (২৫) নামে এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শাহিন ওই গ্রামের শাহ আলমের ছেলে।
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো.সাইফুর রহমান বিষয়টি বাংলানিউজকে জানান।
তিনি বলেন, গ্রেফতার শিবির নেতা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। বিভিন্ন নাশকতার মামলায় তার নামে চার্জশিট দেওয়া হয়। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
এএটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ