ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

রামপাল চুক্তি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
রামপাল চুক্তি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা বিশ্ববিদ্যালয়: সুন্দরবন সংলগ্ন রামপাল এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।

বুধবার (৫ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে অপরাজেয় বাংলা ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়।

সেখানে নেতা-কর্মীরা সমাবেশ করেন।

এতে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের সভাপতি তুহিন কান্তি দাস, ছাত্র ফেড়ারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজীর, সমাজতান্ত্রিক ছাত্র ফেডারেশনের সভাপতি ইভা মজুমদার প্রমুখ।

তুহিন কান্তি দাস বলেন, এই আন্দোলন সুন্দরবন রক্ষার আন্দোলন, ক্ষমতা দখলের নয়। এই বিদ্যুৎ কেন্দ্র হলে একদিকে যেমন সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে, অন্যদিকে আর্থিকভাবে ক্ষতিরগ্রস্ত হবে বাংলাদেশ।

বক্তারা অবিলম্বে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তি বাতিলের জন্য সরকারের কাছে দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
এসকেবি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ