ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের নতুন কমিটি গঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
ছাত্র ফেডারেশন ঢাকা মহানগরের নতুন কমিটি গঠিত বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার কাউন্সিল র‌্যালি

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার ১৪তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে কাকন বিশ্বাসকে সভাপতি ও হোসেন রিয়াদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়।

ঢাকা: বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার ১৪তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে কাকন বিশ্বাসকে সভাপতি ও হোসেন রিয়াদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়।

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে কাউন্সিল উদ্বোধন করেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সৈকত মল্লিক। সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণসংহতি আন্দোলন ঢাকা কমিটির সমন্বয়ক মনির উদ্দীন পাপ্পু।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শ্যামলী সরকার, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সাংগঠনিক সম্পাদক শ্রমিকনেতা আমিনুল ইসমাম শ্যামা, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য মুরাদ মোর্শেদ ও ছাত্র ফেডারেশন ঢাকা নগরের সাবেক সভাপতি ইখতিয়ার উদ্দীন বিপা।

কাউন্সিল অধিবেশনে ১৫ জনকে নির্বাচিত করে এবং ২ টি সদস্য পদ পরবর্তীতে পূরণের সুযোগ রেখে ১৭ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর কমিটি নির্বাচন করা হয়।

ঢাকা মহানগর কমিটি পরিচিতি:
সভাপতি: কাকন বিশ্বাস
সহসভাপতি: ইসরাত জাহান    
সাধারণ সম্পাদক: মো: হোসেন রিয়াদ    
সহসাধারণ সম্পাদক: প্যাট্রিক চিসিম    
সাংগঠনিক সম্পাদক: তৌফিক হাসান সৌরভ ও অভিজিৎ বণিক
অর্থ সম্পাদক: সৈকত আরিফ
রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক: আল মোস্তাকিম    
প্রচার ও প্রকাশনা সম্পাদক: ফজলে রাব্বী রাশেদ    
সমাজকল্যাণ সম্পাদক: আতাউল্লাহ বকুল    
দপ্তর ও পাঠাগার সম্পাদক- অনুপম রায় রুপক

সদস্য:
নাজিম আহমেদ
নাঈম খান
পারভেজ হাসান সুমন
মেহেদী হাসান

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘন্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ