বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে বিভিন্ন বাম ছাত্র সংগঠন ও জাতীয় কমিটির কর্মীরা টিএসসি মোড় থেকে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে গেলে পুলিশের বাধার মুখে পড়ে।
এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাসের শেল ছোড়ে।
নেতা-কর্মীরা জানান, বিক্ষোভ মিছিলে পুলিশ পাঁচ দফা টিয়ার শেল ছুড়েছে, বেশ কয়েক রাউন্ড রাবার বুলেটও ছুড়েছে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল দাবি করেন। ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বেনজীর ও ঢাকা মহানগর শাখার সভাপতি কাঁকন বিশ্বাসসহ অন্তত ২০ জন নেতা-কর্মী রাবার বুলেট ও টিয়ার শেলে আহত হয়েছেন। আহতদের অনেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তবে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক কয়েক দফা টিয়ার শেল ছোড়ার কথা স্বীকার করলেও রাবার বুলেটের বিষয়ে কোনো কথা বলেননি। তিনি জানান, বিক্ষোভ মিছিল করে তারা শাহবাগের দিকে আসতে চাইলে পুলিশ বাধা দেয়। থানার সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে।
অন্যদিকে পল্টন এলাকায় সকাল থেকেই তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছেন।
আরও পড়ুন...
**পুলিশের টিয়ার শেলে লাকি-বেনজিরসহ পাঁচজন ঢামেকে
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
এসকেবি/পিএম/এমজেএফ