ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

অন্যান্য দল

প্রকৃত জঙ্গিদের তালিকা করার দাবি বিজিওপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৭
প্রকৃত জঙ্গিদের তালিকা করার দাবি বিজিওপির বাংলাদেশ গণ-ঐক্য পার্টি‘র জঙ্গিবাদবিরোধী মানববন্ধন

ঢাকা: প্রকৃত জঙ্গিদের তালিকা করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ গণ-ঐক্য পার্টি (বিজিওপি)।

মঙ্গলবার (০৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে জঙ্গিবাদবিরোধী এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, জঙ্গিবাদের সঙ্গে আমাদের কোনো আপস হতে পারে না।

জঙ্গিবাদ দমন করতে হলে দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আনতে হবে।

পেশাজীবী সংগঠনে নেতা কাদের গনি চৌধুরী বলেন, বাংলাদেশ অকার্যকর হয়ে যাবে য‌দি আমরা জঙ্গিবাদ দেশের মাটি থেকে চিরতরে নির্মূল করতে না পারি। তাই অনতিবিলম্বে জঙ্গিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

সংগঠনের সভাপতি আরমান হোসেন পলাশের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, বীর উত্তম শহীদ জিয়া শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৭
এএম/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ