ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

কদমতলী থেকে বিস্ফোরকসহ ১০ জামায়াত কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
কদমতলী থেকে বিস্ফোরকসহ ১০ জামায়াত কর্মী আটক

ঢাকা: রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক ও জিহাদি বইসহ জামায়াতের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ। আটকদের কাছ থেকে বোমা তৈরির বিস্ফোরক, জিহাদি বই, ২টি বড় ছুরি ও ৩টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কদমতলীর পূর্ব ধোলাইপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি ডা. শরিফুল ইসলাম মাসুদ ও বোমা বিশেষজ্ঞ মোকাররম এবং ৭ কর্মী রয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফরিদ উদ্দিন ভুইয়া বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী থানা এলাকার পূর্ব ধোলাইপাড় থেকে তাদের আটক করা হয়। তাদের হেফাজত থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৭
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ