শনিবার (২১ অক্টোবর) ১০ দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কদমতলী থানার পরিদর্শক সাজু মিয়া।
এ সময় আসামিদের জামিনের আবেদন করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, এসএম কামাল উদ্দিন।
শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অতিরিক্ত পিপি আমিন উদ্দিন মানিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
গত ৯ অক্টোবর (সোমবার) রাতে জামায়াতের আট শীর্ষ নেতাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অপর আসামিরা হলেন- নায়েবে আমির গোলাম পরওয়ার, ডা. শফিকুরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদিক, চট্টগ্রাম মহানগর আমির মো. শাহজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম ও জামায়াত নেতা সাইফুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এমআই/জিপি