ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

জামায়াতের আমির মকবুলসহ ৮ জন কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
জামায়াতের আমির মকবুলসহ ৮ জন কারাগারে জামায়াতের আমির মকবুলসহ ৮ জন কারাগারে

ঢাকা: গোপন বৈঠকের সময় গ্রেফতার হওয়া জামায়াতের আমির মকবুল আহমাদ ও সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানসহ জামায়াতের আট নেতাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় গত মঙ্গলবার (১০ অক্টোবর) তাদের ১০ দিনের রিমান্ডে মঞ্জুর করেন আদাত।

শনিবার (২১ অক্টোবর) ১০ দিনের রিমান্ড শেষে তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও কদমতলী থানার পরিদর্শক সাজু মিয়া।

এ সময় আসামিদের জামিনের আবেদন করেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, এসএম কামাল উদ্দিন।

জামিনের বিরোধিতা করেন ঢাকা মহানগর পিপি আব্দুল্লাহ আবু, অতিরিক্ত পিপি আমিন উদ্দিন মানিক।  

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারী জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  

অতিরিক্ত পিপি আমিন উদ্দিন মানিক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

গত ৯ অক্টোবর (সোমবার) রাতে জামায়াতের আট শীর্ষ নেতাকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

অপর আসামিরা হলেন- নায়েবে আমির গোলাম পরওয়ার, ডা. শফিকুরের ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদিক, চট্টগ্রাম মহানগর আমির মো. শাহজাহান, সেক্রেটারি নজরুল ইসলাম ও জামায়াত নেতা সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
এমআই/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ