ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণ করেছে সরকার: ডা. ইরান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
সাংবিধানিক প্রতিষ্ঠানে দলীয়করণ করেছে সরকার: ডা. ইরান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারের দলবা‌জির কারণে দে‌শের বিচার ব্যবস্থা ধ্বং‌সের দ্বারপ্রা‌ন্তে বলে অভিযোগ করেছেন লেবার পা‌র্টির চেয়ারম্যান ডা. মোস্তা‌ফিজুর রহমান ইরান।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফা‌রেন্স লাউ‌ঞ্জে লেবার পা‌র্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।  

‘বিচার বিভা‌গে নগ্ন হস্ত‌ক্ষেপ আই‌নের শাস‌নের ভ‌বিষ্যৎ’ শীর্ষক সভায় ডা. ইরান বলেন, সরকার দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্র‌তিষ্ঠা‌নে প‌রিণত ক‌রে‌ছে।

নগ্ন দলবা‌জির কারণে দে‌শের বিচার ব্যবস্থাও এখন ধ্বং‌সের দ্বারপ্রা‌ন্তে।  

সভায় অন্যদের মধ্যে বিএন‌পি চেয়ারপারসনের উপ‌দেষ্টা অ্যাডভোকেট বোরহান উদ্দিন, ন্যাপ ভাসানী চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম ও সাম্যবাদী দ‌লের সাধারণ সম্পাদক সাঈদ আহ‌মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এমএসি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ