ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

বরিশালে চলছে আধা বেলার হরতাল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
বরিশালে চলছে আধা বেলার হরতাল হরতালের সমর্থনে মিছিল। ছবি: বাংলানিউজ

বরিশাল: বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চার ডাকা আধাবেলা হরতাল চলছে বরিশালে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকেই নগরের কয়েকটি স্থানে পিকেটিং করতে দেখা গেছে হরতাল সমর্থকদের। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হরতালের প্রভাব কমে আসতে শুরু করেছে।

সকাল থেকেই নগরেরর জেলাখানার মোড়, কাকলী মোড়, সদর রোডে মিছিল ও পিকেটিং করেছে হরতাল সমর্থকরা। এসব সড়কে যানবাহন চলাচল কমতি থাকলেও অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস এবং লঞ্চ চলাচল স্বাভাবিক নিয়মেই চলছে। হরতালের কারণে নগরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পিকেটারদের বাক-বিতন্ডা।  ছবি: বাংলানিউজ পুলিশের সঙ্গে পিকেটারদের বাক-বিতন্ডা হয়েছে বটে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বড় ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অর্ধবেলার হরতালে সমর্থন দিয়েছে বিএনপি।

বাংলা‌দেশ সময়: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ