ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অন্যান্য দল

নারায়াণগঞ্জে হরতালের সমর্থনে মিছিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
নারায়াণগঞ্জে হরতালের সমর্থনে মিছিল হরতালের সমর্থনে মিছিল। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়াণগঞ্জের দ্রব্যমূল্য বৃদ্ধি ও সব গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে ডাকা হরতালের সমর্থনে মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে শহরের চাষাঢ়ায় দিনব্যাপী অর্ধ দিবস হরতালের সমর্থনে এ মিছিলটি বের হয়। পরে মিছিলকারীরা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে অংশ নেন জেলা বাসদের সভাপতি হাফিজুল ইসলাম, ধীমান সাহা জুয়েলসহ বিভিন্ন বাম সংগঠনের নেতাকর্মীরা।

সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার ডাকা সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অর্ধবেলার হরতালে বিএনপির সমর্থন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ