ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

ময়মনসিংহে শিবির নেতাসহ গ্রেফতার ৪৮

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
ময়মনসিংহে শিবির নেতাসহ গ্রেফতার ৪৮ গ্রেফতার শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুনতাছির বিল্লাহ। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে বিশেষ অভিযানে শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুনতাছির বিল্লাহসহ (৩৮) চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পলাতক আরো ৪৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এসএ নেওয়াজী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এদিকে পাগলা কোনাপাড়া এলাকার চাইল্ড কেয়ার একাডেমির ভেতর থেকে শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে শিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুনতাছির বিল্লাহসহ চার নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বাংলানিউজ জানান, নাশকতা সৃষ্টির চেষ্টার সময় তাদের গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ

Veet