মঙ্গলবার (২০ মার্চ) বেলা সাড়ে ১২টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বিষয়টি নিশ্চিত বাংলানিউজকে বলেন, তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত চারদিন ধরে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর মঙ্গলবার সকালে হঠাৎ অবস্থার অবনতি ঘটলে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
মরহুম ইসমাঈল হোসেন দীর্ঘ ৩০ বছর পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির আনম শামসুল ইসলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম মাসুম, লেবার পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভাষা সৈনিক লোকমান হাকিম, ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট ফারুক রহমান, ভারপ্রাপ্ত মহাসচিব প্রকৌশলী মো. ফরিদ উদ্দিনসহ ২০ দলীয় জোটের নেতারা শোক জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৮
এমএইচ/জিপি