শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশের (ন্যাপ) সম্পাদকমণ্ডলীর সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
গোলাম মোস্তফা বলেন, সরকার আবারও গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছে।
ন্যাপ মহাসচিব বলেন, সরকার জনগণের ঘাড়ের ওপর জগদ্দল পাথর বসিয়ে তাদের রক্ত নিংড়ে নিতে চায়। বাংলাদেশ ন্যাপ'র পক্ষ থেকে গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ধরণের জনবিরোধী কর্মকাণ্ড থেকে সরকারকে অবিলম্বে সরে আসার আহ্বান জানাচ্ছি। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে গণবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
সভায় বক্তব্য রাখেন- দলের ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, যুগ্ম-মহাসচিব মো. নুরুল আমান চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য আহসান হাবিব খাজা, মো. শহীদুননবী ডাবলু, নির্বাহী সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম, রেজাউল করিম রীবন, অ্যাডভোকেট আবদুস সাত্তার, একলাছুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
এমএইচ/জিপি