ঢাকা, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩১, ১২ নভেম্বর ২০২৪, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

কুমিল্লায় জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, মে ১, ২০১৮
কুমিল্লায় জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী আটক

কুমিল্লা: কুমিল্লায় ‘মে দিবস’ উপলক্ষে আয়োজিত র‌্যালি ও মিছিল থেকে জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০১ মে) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক সংগঠন ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন’ নগরীর কান্দিরপাড় ও প্রেসক্লাবের সামনে থেকে পৃথক র‌্যালি বের করে। এ সময় মিছিল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- এমদাদ (২৯), মেহেদী মিরাজ ভান্ডারী (১৯), জাহাঙ্গীর আলম (৫৫), তৌহিদ (৪০), শাহীন মিয়া (২২), আ. মজিদ (৪৭), আনোয়ার হোসেন (৩৫), ইসমাইল হোসেন (৩৮), বাচ্চু মিয়া (৩৫) ও সিদ্দিকুর রহমান (৪৮)।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া বাংলানিউজকে জানান, নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে নাশকতার প্রস্তুতি নেওয়ায় তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ০১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ