ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অন্যান্য দল

বগুড়ায় জামায়াতের ২৫ নেতা-কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, মে ১৫, ২০১৮
বগুড়ায় জামায়াতের ২৫ নেতা-কর্মী আটক

বগুড়া: বগুড়া সদর উপজেলায় অভিযান চালিয়ে জামায়াতের ২৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। তবে তাদের নামপরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৫ মে) বেলা সাড়ে ১১ টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (১৪ মে) দিনগত রাতে সদর উপজেলার নূনগোলা ইউনিয়নের দশটিকা এলাকায় নাশকতার উদ্দেশে গোপন বৈঠক করছিলো জামায়াত নেতা-কর্মীরা।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।

বাংলাদেশ সময়ঢ়: ১৩৫২ ঘণ্টা, মে ১৫, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ