ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অন্যান্য দল

মুলাদীতে জামায়াতের আমিরসহ আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, জুন ৫, ২০১৮
মুলাদীতে জামায়াতের আমিরসহ আটক ৭

বরিশাল: বরিশালের মুলাদী উপজেলা জামায়াতের আমির আবু ছালেহসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (০৪ জুন) সন্ধ্যায় উপজেলার তেরচর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক অন্য ব্যক্তিরা হলেন- উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার আতাউর রহমান, জামায়াত নেতা আব্দুল মোতালেব, আব্দুল মালেক তালুকদার, মাওলানা শামছুল হক, মাওলানা মাইনউদ্দীন ও মোস্তাফিজুর রহমান।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বাংলানিউজকে জানান, উপজেলা জামায়াতের আমির আবু ছালেহের বাড়িতে গোপন বৈঠকের সময় সাতজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ