ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

লিটনের পক্ষে গণসংযোগে ওয়ার্কার্স পার্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
লিটনের পক্ষে গণসংযোগে ওয়ার্কার্স পার্টি নির্বাচনী প্রচার-প্রচারণা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি

রাজশাহী: রাজশাহীতে নৌকার প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে ভোটের মাঠ চষে বেড়াচ্ছে ১৪ দলের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ১০ জুলাই থেকেই মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।
 

ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু বাংলানিউজেক বলেন, ‘সব শ্রেণী-পেশার মানুষকে উন্নয়নবিরোধী সব অপশক্তিকে এবার প্রতিহত করতে হবে। দেশ এখন উন্নয়নের উচ্চ শিখরের দ্বারপ্রান্তে।

তাই আগামী প্রজন্মের জন্য একটি উন্নত সুন্দর রাজশাহী সিটি বিনির্মাণের সহায়তার জন্য সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। ’

তিনি বলেন, ‘প্রায় প্রতিদিনই জোটের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের সমর্থনে গণসংযোগ করা হচ্ছে। শুক্রবার (২০ জুলাই) বিকেল থেকে মহানগরীর ১৩ নম্বর ওয়ার্ডে থাকা নিউমার্কেট, ষষ্ঠীতলা, সুলতানাবাদসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু হয়েছে। এছাড়া সর্বশেষ বৃহস্পতিবার (১৯ জুলাই) বিকেলে মহানগরীর মেহেরচণ্ডী এলাকায় রাজশাহী সিটি করপোরেশনের জোট ও মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের পক্ষে নৌকা প্রতীকের প্রচারণা ও পথসভা করা হয়েছে। ’

দেবাশিষ প্রামানিক দেবু আরও বলেন, ‘নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকায় পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে পারছেন না। তবে তার নির্দেশে মহানগর ও জেলাসহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শুরু থেকেই মাঠে রয়েছেন। এছাড়া সংসদ সদস্যের পত্নী অধ্যাপিকা তসলিমা খাতুনও মেয়ের প্রার্থী লিটনের পক্ষে প্রতিদিন গণসংযোগ করছেন। ’

এদিকে গণসংযোগকালে ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ছাড়াও সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, মতিহার থানা সম্পাদক রমজান আলী, ২৬ নম্বর ওয়ার্ড সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মতিহার থানা সম্পাদকমণ্ডলীর সদস্য মোহায়মিনুল হক রানা, আকসারুজ্জামান সুমন, যুবমৈত্রী মতিহার থানা সম্পাদক সিরাজুল ইসলাম রিপন, ২৬ নম্বর ওয়ার্ড যুবমৈত্রীর সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক নিরেন চন্দ্রসহ অনেকেই উপস্থিত রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ