ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

সিপিবির সূত্রাপুর থানা কমিটি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮
সিপিবির সূত্রাপুর থানা কমিটি ঘোষণা

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সূত্রাপুর থানা সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে।এতে আবু তাহের বকুল সভাপতি ও বিকাশ সাহা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৭ জুলাই) ইস্ট অ্যান্ড ক্লাব শহীদ মিনার প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও বিশেষ অতিথি ছিলেন ঢাকা কমিটির ডা. সাজেদুল হক রুবেল।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন- কৃষক নেতা জাহিদ হোসেন খান, সাইফুল ইসলাম সমীর, গোলাম রাব্বী খান, যুবনেতা আনোয়ার হোসেন, ছাত্রনেতা দীপক শীল প্রমুখ।  

এরপর কাউন্সিল অধিবেশনে নতুন কমিটি নির্বাচিত হয়। নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সাইফুল ইসলাম সমীর সহ-সাধারণ সম্পাদক, সদস্য রতন কুমার দাস, অ্যাডভোকেট নেসার আহমেদ, গোলাম রাব্বী খান, আনোয়ার হোসেন, দিপায়ন হোসেন ও ইসমাইল হোসেন। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৮ 
এসকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ