ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

মাদারীপুরে জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
মাদারীপুরে জামায়াত নেতা গ্রেফতার গ্রেফতার জামায়েত নেতা গোলাম সরোয়ার হোসেন

মাদারীপুর: মাদারীপুরে নাশকতার অভিযোগে গোলাম সরোয়ার হোসেন (৩৫) নামে জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছে থাকা নিজামীর বই, প্রচারপত্র, ভিসা কার্ড, সদস্য ফরম জব্দ করা হয়েছে। 

শনিবার (৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আশাপাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সরোয়ার একই এলাকার মৃত ইচহাক মাতুব্বরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোলাম সরোয়ার জামায়েত ইসলামীর সদর থানা শাখার কোষাধক্ষ্য। তিনি নাশকতার উদ্দেশে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ঘুরে নিজামীর বই, প্রচারপত্র বিলি করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করতো।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নিজ বাড়িতে অভিযান চালিয়ে সরোয়ারকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা নিজামীর ১৭টি বই, শতাধিক প্রচারপত্র, সদস্য ফরম ও একটি ইসলামী ব্যাংকের ভিসা কার্ড জব্দ করে।

মাদারীপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উত্তম দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ