ঢাকা, সোমবার, ১ আশ্বিন ১৪৩১, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

তানোরে পেট্রোল বোমাসহ জামায়াতের রোকন আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
তানোরে পেট্রোল বোমাসহ জামায়াতের রোকন আটক ককটেল-পেট্রোল বোমাসহ আটক ওবাইদুর রহমান। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর তানোর থেকে চারটি ককটেল ও পাঁচটি পেট্রোল বোমাসহ উপজেলা জামায়াতের রোকন ওবাইদুর রহমানকে (৪৭) আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) আবদুর রাজ্জাক খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (৩ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে উপজেলার বারোঘরিয়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।

বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরো জানান, নাশকতার জন্য পরিকল্পনা করছিলেন তানোরের ওই জামায়াত নেতা। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে বর্তমানে মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ