ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

অন্যান্য দল

আ’লীগের জন্যই সুষ্ঠু নির্বাচন প্রয়োজন: মঈন খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৮
আ’লীগের জন্যই সুষ্ঠু নির্বাচন প্রয়োজন: মঈন খান যুব জাগপার সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা/ছবি: শাকিল আহমেদ

ঢাকা: দেশের একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগের জন্যই বেশি প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান। তিনি বলেন, এখন থেকেই আওয়ামী লীগ আতঙ্কগ্রস্ত আছে। আগামীতে এটা আরও বৃদ্ধি পাবে। তাই অবাধ নির্বাচন দিয়ে আতঙ্ক দূর করুন।

শনিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে যুব জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব মন্তব্য করেন ড. মঈন খান।

তিনি বলেন, দেশে আজ মানুষের ভোটাধিকার নেই, গণতন্ত্র নেই।

গণতন্ত্র আজ রেললাইনের মতো এককেন্দ্রিক। একদিকে চলবে, এতে কেউ বাধা দিতে পারবে না। তবে দেশের মানুষ ভোটাধিকার চায়। তাদের অন্নের চেয়ে ভোটের অধিকারটাই বেশি প্রয়োজন।

ড. মঈন খান বলেন, আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনব। খালেদা জিয়াকে মুক্ত করার মাধ্যমে সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই। তবে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, একটি গৃহপালিত বিরোধী দল সৃষ্টির  মাধ্যমে ক্ষমতায় আসবে। আমরা তা হতে দেব না।

যুব জাগপার সম্মেলন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, জাগপার সহ-সভাপতি ব্যারিষ্টার তাসমিয়া প্রধান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৮
ইএআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ