ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

‘সংঘাত-সংকট’ সমাধানে জাতীয় সনদ ঘোষণা করবে গণসংহতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
‘সংঘাত-সংকট’ সমাধানে জাতীয় সনদ ঘোষণা করবে গণসংহতি

ঢাকা: বিদ্যমান পরিস্থিতি ও জাতীয় সংকট থেকে উত্তরণে দিকনির্দেশনা সম্বলিত ‘সংঘাত-সংকট সমাধানে নতুন জাতীয় সনদ’ ঘোষণা করবে গণসংহতি আন্দোলন।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠেয় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য আকারে নতুন জাতীয় সনদের রূপরেখা উপস্থাপন করবে দলটি।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে জাতীয় সনদের রূপরেখা উপস্থাপন করবেন দলের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

 

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ