কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তিনি ভারত যাননি। তিনি আজমির শরিফ জিয়ারতের উদ্দেশে ভারত গিয়েছেন এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন।
কর্নেল অলির বরাত দিয়ে তার প্রেস সেক্রেটারি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১৯ সেপ্টেম্বর) এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্নেল অলির ভারত সফরকে কেন্দ্র করে কিছু গণমাধ্যম যেসব খবর প্রকাশ করছে তা ভিত্তিহীন। তিনি ভারতের কোনো ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানের সঙ্গে কোনো রকম বৈঠক বা যোগাযোগ করেননি। নির্বাচনকে সামনে রেখে যদি এলডিপি’র কেউ এ ধরনের মিথ্যা তথ্য গণমাধ্যমে দিয়ে থাকেন, তাহলে কর্নেল অলি আহমদ দেশে ফিরে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন।
কর্নেল অলি ভারত যাওয়ার আগে বি চৌধুরীর সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়েছেন জানিয়ে গণমাধ্যম যে সংবাদ পরিবেশন করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কর্নেল অলি স্পষ্ট জানিয়েছেন যে জোট গড়া তো দূরের কথা গত এক বছরে বি চৌধুরীর সঙ্গে তার কোনো কথাই হয়নি।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
এমএইচ/এসআই