ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অন্যান্য দল

বীরগঞ্জ পৌর জামায়াতের আমির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
বীরগঞ্জ পৌর জামায়াতের আমির গ্রেফতার

দিনাজপুর: দিনাজপুর বীরগঞ্জে নাশকতার পরিকল্পনা মামলায় জামায়াতের পৌর আমির রাশেদুন্নবী বাবুকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। 

রাশেদুন্নবী বাবু উপজেলার সুজালপুর ইউনিয়নের শীতলাই গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।

সোমবার (২৩ অক্টোবর) দিনগত রাতে উপজেলার কাজী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিলা পারভীন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কাজী মার্কেটে এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের পৌর আমির রাশেদুন্নবী বাবুকে গ্রেফতার করা হয়েছে। তিনি বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার পলাতক আসামি।  

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ