ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অন্যান্য দল

শতাধিক আসনে ‘যুক্তফ্রন্ট’র প্রার্থী তালিকা প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
শতাধিক আসনে ‘যুক্তফ্রন্ট’র প্রার্থী তালিকা প্রকাশ

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে শতাধিক আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে ৩৫ দলীয় রাজনৈতিক জোট যুক্তফ্রন্ট।

শুক্রবার (২৬ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা থেকে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।  

যুক্তফ্রন্টের মহাসচিব ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি-বিজিপি’র চেয়ারম্যান এ কে এম জুনাইদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও কেএসপি’র সভাপতি সালাম মাহমুদ।

 

সভায় আসন্ন নির্বাচনে যুক্তফ্রন্টের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। তালিকা অনুযায়ী, সালাম মাহমুদ- পিরোজপুর- ০১ ও বগুড়া- ০২, এ কে এম জুনাইদ- ঢাকা- ০৮, আবুল কাশেম আজাদ- ময়মনসিংহ- ০৬, এস.এম হোসাইন- ঢাকা- ১২, জাফর আহমেদ জয়- ঢাকা- ০৬, মো. আব্দুর রহমান, নোয়াখালী- ০১, ওয়াসিম আকরাম সাকিল- রাজশাহী- ০২, এস.এম বিপ্লব- টাঙ্গাইল- ০৬, মো. আ. রাজ্জাক- বরিশাল- ১, মো. বাবুল মিয়া- ঢাকা- ১,  সাইফুজ্জামান টিপু- ঢাকা- ০৭ (লালবাগ), মোহা. জাহাঙ্গীর আলম- চট্টগ্রাম- ০১, মো. মোক্তার হোসেন- টাঙ্গাইল- ০১, আব্দুর রহিম- ফরিদপুর- ০১, মো. দুলাল হোসেন- গাজীপুর- ০২, হাফেজ মাওলানা আব্দুল হালিম- ফেনী- ০৩, হাফেজ ক্বারী মাওলানা ইউসুফ সান- নারায়ণগঞ্জ- ০২, কামরুজ্জামান- যশোর- ০৫, নুর আলম শেখ বাবুল- বগুড়া- ০৩ আসনে লড়বেন।

মো. মনজুর হোসাইন- লক্ষ্মীপুর- ০২, নাজমুল হোসাইন সুমন- চাঁপাইনবাবগঞ্জ- ০৩, ওমর ফারুক রুবেল- নারায়ণগঞ্জ- ০৩, সাহানা বেগম- নোয়াখালী- ০২, মো. আনোয়ার হোসেন- নোয়াখালী- ০৩, এস.এম শরিফুল ইসলাম- ঢাকা- ১৫, মো. নুরুল ইসলাম- কুষ্টিয়া- ০৩, আভিল ইসলাম হিমু- ঢাকা- ১৪, তোফায়েল আহমেদ- নরসিংদী- ০৫, সৈয়দ মনির হোসেন শামিম- নোয়াখালী- ০১, মহিউদ্দিন রতন- চট্টগ্রাম- ০৪, মো. মিজানুর রহমান- বগুড়া- ০৩, মো. জাকির হোসেন- ঢাকা- ০১, কবির হোসেন- টাঙ্গাইল- ০২, এ কে এম মহিবুজ্জামান মুক্তা- টাঙ্গাইল- ০৫, মো. মামুনুর রশিদ- গাইবান্ধা- ০৩, মো. সাইদুর রহমান- গাইবান্ধা- ০২, মো. শাহ আলম- কুমিল্লা- ১০, গাফফার চৌধুরী- সাতক্ষীরা- ০২, হাকিম মনির আহমেদ- ময়মনসিংহ- ০৩, মো. ফেরদৌস হোসেন- গাইবান্ধা- ০৩ ও মো. রুকন উদ্দিন লড়বেন নরসিংদী- ০১ আসনে।

এছাড়া নাসিম আরা রিমি- ঢাকা- ০২, মো. ইমরান হোসেন- পঞ্চগড়- ০২, জিয়াউর রহমান- সুনামগঞ্জ- ০২, সাহানা বেগম- ঢাকা- ০৫, সম্রাট আহমেদ- নরসিংদী- ০২, মো. লয়েস আহমেদ- সিলেট- ০১, মো. আলী হোসেন- নীলফামারী- ০৩, মোসা. রেজিনা আক্তার- নেত্রকোনা- ০১, ক্বারী মো. জামাল উদ্দিন- নোয়াখালী- ০৫, নাঈমা আক্তার মনি- পঞ্চগড়- ০১, তোফাজ্জল হোসেন তারেক- ঢাকা- ০৯, বজলার রহমান রাজা- গাইবান্ধা- ০৩, শ.ম হাফিজুল ইসলাম- খুলনা- ০৬, আব্দুল খালেক লাভলু- বরগুনা- ০২, মাওলানা মিজানুর রহমান- ঢাকা- ০৫, কাজী ফারুক বাবুল- নোয়াখালী- ০৪, অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন- ঢাকা- ০২, মো. আসাদুজ্জামান- ঢাকা- ১৪, মোসা. মমতাজ পারভীন- দিনাজপুর- ৬, ফজলুল হক ফারুক- কুমিল্লা- ০৯, এরশাদ সরকার- বগুড়া- ০৫, শফিকুল ইসলাম জুয়েল- বগুড়া- ০৬, মাওলানা শরিফুর ইসলাম জুয়েল- রংপুর- ০৬, সাংবাদিক এম.এ মোমিন- ঢাকা- ১৩, মো. শোহেব আহমেদ- ঢাকা- ১৮, মো. আশরাফুল ইসলাম- কুমিল্লা- ০১, মো. নুরুন্নবী বরু- রংপুর ০২, আজমা সুরাইয়া শিল্পী- জামালপুর- ০৫, আলমগীর সরকার সাগর, ঠাকুরগাঁও- ০১, শ্যামলী মেহজাবিন- বরগুনা- ০২, হীরা নওশের- গোপালগঞ্জ- ০১, এম.এ.এইচ চৌধুরী মিথুন- ঠাকুরগাঁও- ০২, সৈয়দ আহমদ মাসুম- কুমিল্লা- ০৪, শেখ মনিরুল ইসলাম- বাগেরহাট- ০১, রফিকুল ইসলাম মিঠু- ০১, তাওহিদ পাটোয়ারী মনির- চাঁদপুর- ০২, আব্দুল হান্নান মিলন- টাঙ্গাইল- ০২, মোশারফ আনসারী- নেত্রকোনা- ০৪, ডা. মুখলেছুর রহমান মাহারুক- দিনাজপুর- ৪, মো. শাহাদাত হোসেন বাবুল- বরগুনা- ০১, ডা. ক ম আশরাফুজ্জামান অপু- কিশোরগঞ্জ- ০২, চলচ্চিত্রকার মোশারফ হোসেন- ঢাকা- ১০, ডা. সম্রাট জুয়েল চিশতী- মুন্সিগঞ্জ- ০১, মো. রফিকুল ইসলাম- পিরোজপুর- ০৩, ইমদাদুল হক রানা- পিরোজপুর- ০২, মো. রহমত আলী- হবিগঞ্জ- ০১, হাসনাইন সাজ্জাদী- সিলেট- ০১, এ.এস.এম রহমাতুল্লাহ- নড়াইল- ০২, সিদ্দিকুর রহমান আজাদী- ঢাকা- ০৪, সুমন উদ্দিন হাওলাদার- ঢাকা- ০৩, মো. রফিকুল ইসলাম, পিরোজপুর- ০২, আবুল কালাম- রাজশাহী- ০৪, মো. কামাল উদ্দিন- বাগেরহাট- ০৩, মোখলেছুর রহমান- গাজীপুর- ০৪, আব্দুল মান্নান মিলন- নওগাঁ- ০২, মো. ওয়াসিমুল হক রিপন- খুলনা- ০৩, আরিফ মাহমুদ লিমন- বাগেরহাট- ০১, শিখা রহমান- গোপালগঞ্জ- ০২, মো. মোর্শেদ আলম- বি-বাড়িয়া- ০৪ এবং মো. নুরুল আলম- পিরোজপুর- ০৩ আসনে লড়বেন।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এমএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ