ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

আ'লীগকে ৪০ আসনে হারানোর হুঁশিয়ারি জাসদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
আ'লীগকে ৪০ আসনে হারানোর হুঁশিয়ারি জাসদের মিরপুর উপজেলা জাসদের আয়োজিত আলোচনা সভা

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাসদকে এক আসনে যদি আওয়ামী লীগের নেতারা হারায় তাহলে সারাদেশে ৪০ আসনে আওয়ামী লীগকে হারিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাসদ নেতারা।

বুধবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার ঈগল চত্বরে উপজেলা জাসদের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা জাসদ নেতারা এ হুঁশিয়ারি দেন।

মিরপুর উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ।

মহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘মিরপুর-ভেড়ামারায় জাসদের সংসদ সদস্য রয়েছে তাই শুধু মিরপুর ভেড়ামারায় জাসদ রয়েছে এ কথা ঠিক নয়। রংপুরে, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জসহ সারাদেশে জাসদ রয়েছে। জাসদ সাধারণ মানুষের দল, শ্রমিকের দল। এ জাসদকে হারানোর ক্ষমতা কোনো জোয়ার্দ্দারের নেই, কোনো মেয়রের নেই, কোনো চাঁদাবাজের নেই। ’

স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি এক আসনে আমাদের হারাবেন? এক আসনে হারালে আমরা আপনাদের ৪০ আসনে হারিয়ে দিবো। আপনি এখন উপজেলা চেয়ারম্যান, আপনার গাড়ি আছে, ইউএনও আছে, ওসি আছে, মেয়র আছে। সর্তক করে দিচ্ছি সাবধান হয়ে যান। আপনার ক্ষমতা কিসের, যার কারণে জাসদের নেতা কর্মীদের দেখতে পারেন না?’

উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক আফতাব উদ্দিনের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, যুগ্ম-সম্পাদক কারশেদ আলম, কুর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওমর আলী প্রমুখ।  

উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী তার বক্তব্যে বলেন ‘আওয়ামী লীগের বন্ধুরা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে মিটিং মিছিল করেন। কিন্তু বিএনপি নেতা শহিদুল ইসলাম ও বিএনপির অত্যাচারের বিরুদ্ধে তারা কিছু করেন না। মিরপুরে কিছু লোক আছে যারা বিএনপি শহিদুল ইসলামের পিয়ারের লোক। ’ 

গত ২৮ অক্টোবর (রোববার) মিরপুর-ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে নেতারা কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ইনুকে বর্জনের বক্তব্য রাখেন।  
 
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ