ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

সম্প্রসারিত যুক্তফ্রন্টের প্রথম বৈঠক রোববার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
সম্প্রসারিত যুক্তফ্রন্টের প্রথম বৈঠক রোববার

ঢাকা: বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী তার দলের নেতৃত্বাধীন জোট সম্প্রসারিত যুক্তফ্রন্টের বৈঠক ডেকেছেন রোববার (৪ নভেম্বর)।

এদিন বিকেল ৪টায় বি. চৌধুরীর বারিধারার বাসভবন ‘মায়া-বি’তে বৈঠকটি হবে বলে বাংলানিউজকে জানিয়েছেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এবং রাজনৈতিক সমন্বয় কমিটির প্রধান গোলাম সরোয়ার মিলন।

বৈঠকে যুক্তফ্রন্টের শরিক দল বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ ন্যাপ, বিএলডিপি, এনডিপি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জনদল, হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান ইউনাইটেড মাইনরিটি ফ্রন্ট, লেবার পার্টির নেতারা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮ 
এমএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ