ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

শ্যামনগরে যুক্তফ্রন্টের প্রথম সমাবেশ বৃহস্পতিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
শ্যামনগরে যুক্তফ্রন্টের প্রথম সমাবেশ বৃহস্পতিবার

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে বৃহস্পতিবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের প্রথম সমাবেশ।

শ্যামনগরের বাস টার্মিনাল চত্বরে এদিন দুপুর ২টায় অনুষ্ঠেয় সমাবেশে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এইচ এম গোলাম রেজা সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে যুক্তফ্রন্টের চেয়ারম্যান বদরুদ্দোজ্জা চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়াও সমাবেশে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য গোলাম সরোয়ার মিলন, শমসের মবিন চৌধুরী, যুগ্ম-মহাসচিব মাহি বি. চৌধুরী, বিএলডিপি চেয়ারম্যান নাজিম উদ্দীন আল-আজাদ, বাংলাদেশ ন্যাপ’র চেয়ারম্যান জেবেল রহমান গানির অংশ নেওয়ার কথা রয়েছে।

বুধবার (৭ নভেম্বর) এইচ এম গোলাম রেজা বাংলানিউজকে জানান, সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ডা. বদরুদ্দোজ্জা চৌধুরী সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। সমাবেশ উপলক্ষে যুক্তফ্রন্টের পক্ষ থেকে শ্যামনগর-কালিগঞ্জে ব্যাপক মাইকিং ও পোস্টারিং করা হচ্ছে।

জাতীয় পার্টির বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য এইচ এম গোলাম রেজা সম্প্রতি বিকল্পধারায় যোগ দেন। তিনি সাতক্ষীরা-৪ আসনে (সাতক্ষীরা-৪, শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) নির্বাচনে লড়তে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ