ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

২৫ আসনে ধানের শীষে জামায়াতের প্রার্থী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
২৫ আসনে ধানের শীষে জামায়াতের প্রার্থী জামায়াতে ইসলাম

ঢাকা: নির্বাচন কমিশনে অনিবন্ধিত দল জামায়াতে ইসলাম নিজেদের দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করতে পারছে না। ২০ দলীয় জোটের শরিক বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দলটি। সারা দেশে ২৫ আসনে নির্বাচন করার বিষয়ে বিএনপি-জামায়াতের সমঝোতা হয়েছে বলে জানা গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের সিনিয়র একজন নেতা বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। জামায়াতের ওই নেতা বাংলানিউজকে বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা ২৫টি মনোনয়নপত্র মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তারা পেয়েছেন।

রাতেই প্রার্থীদের ওই মনোনয়নপত্র দেওয়া হয়েছে। বুধবার (২৮ নভেম্বর) সকালে প্রার্থীরা কেউ কেউ মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাকিরা দিচ্ছেন।

জামায়াতের ওই নেতা আরো বলেন, আমাদের সঙ্গে ২৫টি আসন নিয়ে চুক্তি হয়েছে। আমাদের আরও কিছু দাবি ছিল সেটা ফয়সালা হয়নি।  

মনোনয়নবঞ্চিত প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হবেন কি না জানতে চাইলে তিনি বলেন, সেটা এখন বলা যাবে না। ৯ তারিখের পর সব দেখতে পারবেন।  

জামায়াতকে যে ২৫ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে সেখানে ২০ দলীয় জোটের অন্যান্য শরিক ও বিএনপির প্রার্থীদেরও মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।  

এ ব্যাপারে জানতে চাইলে জামায়াতের ওই নেতা বলেন, এটা বিএনপির বিষয়। তারা একই আসনে নিজেদের দলীয় একাধিক প্রার্থীকেও চিঠি দিয়েছে। প্রত্যাহারের পর এগুলো ঠিক হবে। আমাদের যেসব আসনে মনোনয়ন দিয়েছে সেসব আসনে জোটের অন্য দলকে দেওয়া হলে সেটাও তারা ম্যানেজ করবে। আমাদের সঙ্গে ২৫ আসনে চুক্তি হয়েছে।

২৫ আসনে ধানের শীষে মনোনয়নের চিঠিপ্রাপ্ত জামায়তা নেতারা হলেন:

মাওলানা আব্দুল হাকিম (ঠাকুরগাঁও-২), মোহাম্মদ হানিফ (দিনাজপুর-১), আনোয়ারুল ইসলাম (দিনাজপুর-৬), মনিরুজ্জামান মন্টু (নীলফামারী-২), আজিজুল ইসলাম (নীলফামারী-৩), গোলাম রব্বানী (রংপুর-৫), মাজেদুর রহমান সরকার (গাইবান্ধা-১), রফিকুল ইসলাম খান (সিরাজগঞ্জ-৪), ইকবাল হুসেইন (পাবনা-৫), মতিয়ার রহমান (ঝিনাইদহ-৩), সৈয়দ আবদুল্লাহ মো. তাহের (কুমিল্লা-১১), এএইচএম হামিদুর রহমান আজাদ (কক্সবাজার-২), আ ন ম শামসুল ইসলাম ( চট্টগ্রাম-১৫)।

আবু সাঈদ মুহাম্মদ শাহাদত হোসাইন (যশোর-২), অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ শেখ (বাগেরহাট-৩), অধ্যাপক আবদুল আলিম (বাগেরহাট-৪), মিয়া গোলাম পরওয়ার (খুলনা-৫), আবুল কালাম আযাদ (খুলনা-৬), রবিউল বাশার (সাতক্ষীরা-৩), মুহাদ্দিস আব্দুল খালেক (সাতক্ষীরা-২), গাজী নজরুল ইসলাম (সাতক্ষীরা-৪), শামীম সাঈদী (পিরোজপুর-১), মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী (সিলেট-৫), মাওলানা হাবিবুর রহমান (সিলেট-৬) ও ডা. শফিকুর রহমান (ঢাকা-১৫)।

এ ২৫ আসনের মধ্যে পিরোজপুর-১ আসনে জোটের শরিক জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দারকেও মনোনয়ন দেওয়া হয়েছে। এ বিষয়ে জামায়াতের এক নেতা বলেন, ২৫ আসনেই বিএনপি মনোনয়ন দিয়েছে। এটা পরে তুলে আনবে। একই সঙ্গে আমরাও আরও ৩৫টির মতো আসনে স্বতন্ত্র মনোনয়ন জমা দেব। পরে সমঝোতা অনুযায়ী একক প্রার্থী থাকবে।

জামায়াতের অপর এক নেতা বলেন, আমাদের দাবি আরও ছিল। কিন্তু জোটের স্বার্থে ছেড়ে দিয়েছি। এর মধ্যে চাপাইনবাবগঞ্জ-৩ ও পাবনা-১ আসনটি আমরা ছাড়তে চাইনি। তবে ছাড়তে হয়েছে।

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মাওলানা আবদুল হালিম বাংলানিউজকে বলেন, আমরা ২৫ আসনে ধানের শীষে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এর বেশি কিছু বলা যাবে না।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ