ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অন্যান্য দল

উল্লাপাড়ায় জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৮
উল্লাপাড়ায় জামায়াত নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বেলাল হোসেন (৫০) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (০১ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার পাতিয়াবেড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

আটক বেলাল হোসেন ওই এলাকার মূলবেড়া গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে।

তিনি দূর্গানগর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহমেদ বাংলানিউজকে বলেন, বেলাল হোসেনের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানের অভিযোগে একাধিক মামলা রয়েছে৷ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় পাতিয়াবেড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ