ঢাকা, মঙ্গলবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

মানুষের নিরাপত্তা নিশ্চিতে হাতপাখাকে বিজয়ী করার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
মানুষের নিরাপত্তা নিশ্চিতে হাতপাখাকে বিজয়ী করার আহ্বান পথসভায় বক্তব্য রাখছেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘বর্তমানে ক্ষমতাসীনদের ভয়ে দেশের মানুষ সার্বক্ষণিক ভীত-সন্ত্রস্ত হয়ে থাকেন। কিন্তু আমরা নীতি ও আদর্শের প্রশ্নে আপসহীন। তাই মানুষের নিরাপত্তা নিশ্চিতে এবারের নির্বাচনে হাতপাখায় ভোট দিন, বিজয়ী করুন।’

মঙ্গলবার (১৮ ডসিম্বের) বরিশাল সদর উপজলার তালতলী বাজারে হাতপাখার পথসভায় এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

মুহাম্মদ ফয়জুল করীম বলেন- মানুষ নিরাপত্তা চায়, স্বস্তির নিঃশ্বাস ফেলতে চায়।

এজন্য নেতৃত্বের জায়গায় প্রয়োজন নীতিবান, আদর্শবান, সৎ, যোগ্য ও নির্ভরযোগ্য আল্লাহভীরু নেতা নির্বাচন করা।

তিনি আরও বলেন, মানুষ পূর্ণ স্বাধীনতা ভোগ করবে এ ঘোষণার প্রেক্ষিতেই দেশ স্বাধীন হয়েছে। সেই আসা-আকাঙ্খা নিয়েই একাত্তরে বাংলার দামাল ছেলেরা ঝাঁপিয়ে পরেছিল স্বাধীনতা যুদ্ধে। কিন্তু বর্তমানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা নেই। তাই দেশের জনগণ স্বাধীনতা খর্বকারীদের প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ।
 
এসময় পথসভায় আরও উপস্থিত ছিলেন দলটির বরিশাল মহানগরের উপদেষ্টা প্রিন্সিপাল হাফেজ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, চরমোনাই কওমি মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল কাদের, মহানগর সহ-সভাপতি মাওলানা লুৎফর রহমান, জেলা সহ-সভাপতি মাওলানা ইদ্রিস আলী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহানগর সভাপতি কে এম শরীয়াতুল্লাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ