ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

অন্যান্য দল

মান্নার আক্ষেপ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, জুন ২৯, ২০১৯
মান্নার আক্ষেপ

ঢাকা: আন্দোলনের প্রস্তুতির জন্য বিএনপির দিকে ইঙ্গিত করে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, নিজেরা নিজেদের প্রস্তুত করতে হবে। অন্য কারও ওপরে ভরসা করে লাভ নেই। আমরা কারও ওপরে ভরসা করে চলিওনি। 

তিনি আক্ষেপ করে আরও বলেছেন, ৩০ ডিসেম্বর কোনো ভোট হয়নি, ভোট ডাকাতি হয়েছে। সেদিন বিকেলে কেন আপনারা ৪-৫ দিনের হরতাল দিতে পারলেন না? ছয় মাস পার হলেও কেন কোনো কর্মসূচি দিতে পারলেন না।

নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (২৮ জুন) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় মান্না এ কথা বলেন।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, আমাদের শক্তিতেই আমরা চলতে চেয়েছি। তবে আমাদের শক্তি এতো বেশি নয় যে একাই পারবো। অতএব অন্যদের সঙ্গে মিলি। অন্যদের সঙ্গে যোগ দিয়ে শক্তিটা বৃদ্ধি করি। শক্তি বাড়িয়ে লড়াই করে জয় ছিনিয়ে আনতে হবে। আমাদের চিন্তার মধ্যে ভুল ছিল সেটা আমি বলবো না। কিন্তু আমরা যাদের যাদের সঙ্গে এই সম্পর্ক করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করলাম, তারা মনে মনে আগেই তাদের জায়গায় পৌঁছে গেছে। তারপর স্বপ্ন যখন ভেঙে গেছে তখন মনে হয়েছে, একি আমিতো পথের মাঝেই দাঁড়িয়ে ছিলাম। ওরা আমার সঙ্গে থেকে লাভ কী। অতএব নতুন করে ভাবছি। এই কারণে আমি হাফিজ ভাইকে (সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা) বলি, ঠিকই বলেছেন, ৩০ ডিসেম্বরতো ভোট হয়নি, ভোটের ডাকাতি হয়েছে ২৯ ডিসেম্বর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দিকে ইঙ্গিত করে মান্না বলেন, আপনি ৩০ তারিখ সকাল বেলা কেন বলবেন যে ভোট ভালো হচ্ছে? কেন দুপুর পর্যন্ত বুঝতে পারলেন না যে ভোট খারাপ হচ্ছে। কেন ৩০ তারিখ বিকেলে ৪-৫ দিনের জন্য হরতাল দিতে পারলেন না। যদি সেদিন এরকম কিছু করা যেতো, তাহলে সারা বাংলাদেশ অচল হয়ে যেতো।

ঐক্যফ্রন্টের এ নেতা বলেন, কেউ কেউ বলতে পারেন, হরতাল দিলেই হরতাল হতো না। আরও নির্যাতন হতো, আরও হামলা-গ্রেফতার হতো। শেষ পর্যন্ত সবাইকে ঘরে ঢুকে যেতে হতো। হতেও পারতো। কিন্তু সেই কারণে আপনি কি প্রতিবাদ করবেন না? বরঞ্চ একটা প্রতিবাদ যদি করা যেতো, তাহলে উল্টোও ঘটতে পারতো, অথবা সারাবিশ্বের মানুষ জানতো এই ডাকাতির বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত মানুষ মাঠে নেমেছিল, হরতাল করেছিল, আন্দোলন করতে চেয়েছিল, জোর করে সেটা তারা বন্ধ করে দিয়েছে।

বরগুনায় রিফাতকে কুপিয়ে হত্যার ঘটনা যেভাবে ঘটেছে, সেটা শুধু হিন্দি ছবিতেই দেখা যায় উল্লেখ করে মান্না বলেন, বরগুনাতে যখন এ ঘটনা ঘটলো, তখন সবাই রাতে টিভিতে দেখেছেন অথবা ফেসবুকে দেখেছেন। আমি পরদিন দু’জন মানুষকে ফোন করেছিলাম। তারা কাঁদতে কাঁদতে বললেন, এই কি আমাদের বাংলাদেশ? একটা ছেলেকে বিনা কারণে বিনা দোষে কুপিয়ে হত্যা করলো? আর শত শত মানুষ তাকিয়ে তাকিয়ে দেখলো, অথচ এই বাংলাদেশতো মুক্তিযুদ্ধ করেছিল। এই বাংলাদেশ ৫২’র ভাষার লড়াই করেছিল।

বিএনপিকেই ইঙ্গিত করে মান্না বলেন, এখনও একসঙ্গে চলি, চলতে চাই। পরস্পর পরস্পরকে শ্রদ্ধা করি। কিন্তু এই প্রশ্ন মানুষ করছে, ৩০ তারিখের পর ছয় মাস পার হয়ে গেলো একটাও কর্মসূচি দিতে পারলেন না কেন?

নাগরিক ঐক্যের প্রধান বলেন, যখন  নির্বাচন নির্বাচন খেলা চলছিল, একটার পর একটা গায়েবি মামলা দেওয়া হচ্ছিল। হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীর নামে লাখ লাখ মামলা দেওয়া হচ্ছিল, সেই সময় আমরা  প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসেছিলাম। সংলাপে তিনি বললেন, আমাকে একবার বিশ্বাস করেন, আমি বঙ্গবন্ধুর মেয়ে। আমি কথা দিচ্ছি, এই ভোট সম্পূর্ণ ভালো হবে। কোনো রকম হস্তক্ষেপ করা হবে না। আমাদের পক্ষ থেকে বলা হলো, সারাদেশের যে পরিস্থিতি, আমাদের নেতাকর্মীরা নির্বাচনী এলাকায় যেতে পারে না, নির্বাচন হবে কিভাবে? তিনি (প্রধানমন্ত্রী) বললেন, কেন? মনে হয় তিনি কিছুই জানেন না। তাকে বললাম, নেতাকর্মীদের নামে গায়েবি মামলা আছে, এলাকায় গেলেই গ্রেফতার হবে। তিনি বললেন, আপনাদের কাছে লিস্ট আছে? আমরা পরের দিন লিস্ট দিয়েছি। সেই লিস্ট তিনি পড়ে দেখেছেন কি-না, তাতো জানি না। সেই লিস্ট তিনি পড়ে দেখেছেন কি-না, সে কথা ঐক্যফ্রন্টের কোনো নেতা কি জানেন?

বিএনপির সংসদে যোগদানের বিষয়ে মান্না বলেন, এটা কোনো দেশ নয় এটা মৃত্যু উপত্যকা, তারই মধ্যে দাঁড়িয়ে আপনারা কেউ কেউ মনে করেন, একটু জায়গা যদি পাই, সেখানে একটু কথা বলতে পারবো। ভুলে যান। ওই সুযোগ নেই। যারা সুযোগ মনে করে ভাবলেন, এই সরকারের কোনো বদান্যতায় কিংবা ঐন্দ্রজালিকতায় হয়তো কোনো জায়গা পেতেও পারি, যেখানে একটা হাত ঢুকিয়ে দিতে পারবো। সেই কথা ভুলে যান। এখানে সংসদে কথাই বলতে দেয় না। সময় দেবে দুই মিনিট এক মিনিট পরে স্পিকারের সুইচ অফ করে দেয়।

মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজ উদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, অধ্যাপক আবু সাইয়িদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
এমএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ