ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

অন্যান্য দল

সুশাসন চেয়ে দেশব্যাপী ডিসি-ইউএনওদের জাসদের স্মারকলিপি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৯
সুশাসন চেয়ে দেশব্যাপী ডিসি-ইউএনওদের জাসদের স্মারকলিপি স্মারকলিপি দেওয়ার আগে সমাবেশ করেন নেতাকর্মীরা, ছবি: বাংলানিউজ

ঢাকা: সুশাসনের দাবিতে দেশব্যাপী জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে দলটির কেন্দ্রীয় কমিটি ঘোষণা অনুযায়ী দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে দলের জেলা ও উপজেলা কমিটিগুলো সংশ্লিষ্ট ডিসি ও ইউএনওদের কাছে স্মারকলিপি দেন।

একইসঙ্গে স্মারকলিপি দেওয়ার আগে দলীয় নেতাকর্মীরা সংশ্লিষ্ট অফিসগুলোর সামনে বা চত্বরে মিছিল এবং সমাবেশ করেন।

এ দিন দুপুর ১২টার দিকে ঢাকা জেলা এবং ঢাকা মহানগর দক্ষিণ জাসদের উদ্যোগে ঢাকা জেলার ডিসি আবু সালেহ মো. ফেরদৌস খানকে স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, সহ সভাপতি মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান প্রমুখ।

প্রশাসনকে সাধারণ মানুষের ন্যায়বিচার ও প্রতিকার পাওয়ার সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করাসহ বেশ কিছু দাবি তুলে ধরা হয় ওই স্মারকলিপিতে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
আরকেআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ