ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

‘রোহিঙ্গা নিয়ে ঝামেলায় আছি, সরকার সমাধান করতে পারছে না’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
‘রোহিঙ্গা নিয়ে ঝামেলায় আছি, সরকার সমাধান করতে পারছে না’

ঢাকা: জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ১০-১৫ লাখ রোহিঙ্গাকে নিয়ে আমরা বড় ঝামেলায় আছি। আওয়ামী লীগ সরকারও এ সমস্যার সমাধান করতে পারছে না।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এনডিএমের উদ্যোগে ভারতের কাশ্মীরে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ বলেন, ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ এক প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে মুসলিম-অধ্যুষিত রাজ্যটির বিশেষ সুবিধা দেওয়া সাংবিধানিক আইনটি বাতিল করেন।

ভারতের বিজেপি সরকার ধারাবাহিকভাবে মুসলিমদের ওপর মানসিক অত্যাচার চালিয়ে আসছে।

‘কাশ্মীরের অধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে এখন তা সহিংস রূপ নিয়েছে। অন্যদিকে আসামে ১৯ লাখ লোকের নাগরিকত্ব বাতিলের মাধ্যমে তারা সুকৌশলে ভারত থেকে মুসলিম বিতাড়িত করার মহাপরিকল্পনা হাতে নিয়েছে। ’

তিনি বলেন, ‘আমরা এই মুহূর্তে ১০ থেকে ১৫ লাখ রোহিঙ্গাকে নিয়ে বড় ঝামেলায় আছি। যার সমাধান আওয়ামী লীগ সরকারও করতে পারছে না। মিয়ানমারকে কোনো ধরনের হুমকি দিতেও তারা নারাজ। তাহলে মিয়ানমার কেন কোনো সমাধানে আসবে? বিশেষ করে যখন ভারত, চীন কেউই আমাদের হয়ে কথা বলছে না?

এনডিএম’র চেয়ারম্যান বলেন, ভারতের বিজেপি সরকার তো উল্টো এই সুযোগ নিতে চেষ্টা করছে আসামে। এনডিএম ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আমরা দেশের জনগণকে সঙ্গে নিয়ে তাদের সীমান্ত অভিমুখে যাত্রা করে এই আগ্রাসনের বিরুদ্ধে গর্জে উঠব।

এনডিএম’র যুগ্ম মহাসচিব হুমায়ন পারভেজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান রেজাউল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম, জেএসডি (রব) মহাসচিব আব্দুল মালেক রতন, পিডিপির যুগ্ম মহাসচিব মো. মনির, গণফ্রন্টের সভাপতি জাকির হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
ইইউডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ